ধাওয়ানের পর কোহলির শতরান, লিডের পাহাড় গড়ার পথে ভারত

Updated By: Aug 13, 2015, 01:34 PM IST
ধাওয়ানের পর কোহলির শতরান, লিডের পাহাড় গড়ার পথে ভারত

শ্রীলঙ্কা-১৮৩, ভারত-২৫৫/২ (ধাওয়ান ১১৯ অপ, কোহলি ১০৩ অপ)
ওয়েব ডেস্ক: গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম দুটো সেশনে সম্পূ্র্ণ ভারত রাজ। গল মাতালেন শিখর ধাওয়ান-বিরাট কোহলি। প্রথমে শতরান পূর্ণ করেন ধাওয়ান। তারপর ভারত অধিনায়ক বিরাট কোহলিও শতরান করলেন। বিশ্বকাপের পর একেবারে ফর্মে না থাকা কোহলিকে স্বস্তি দিল এই শতরান। শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন ধাওয়ান-কোহলি।

বিদেশের ওপেনার হিসেবে ধাওয়ানকে নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের জবাব দিতে নেমে গলে দারুণ একটা ইনিংস উপহার দিচ্ছেন। আর কোহলি! না, তার বাকি শতরানের ইনিংসগুলোর মত সুন্দর, ঝাঁ চকচকে, মনে রাখার মত নয়। গলের শতরানটা হল কোহলির দৃঢ়তা, ধৈর্য্য, আর ফর্মে ফেরার দুরন্ত চেষ্টার ফসল এই ইনিংস।  ১১ তম শতরানের ইনিংস কোহলি বোঝালেন 'ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।'

.