DHFC | CFL 2024: বৃষ্টিস্নাত বিধাননগরে উয়াড়িকে হারিয়ে শীর্ষে উঠে এল অভিষেকের ক্লাব

Diamond Harbor FC Vs Wari Athletic Club: অপ্রতিরোধ্য ডায়মন্ড হারবার এফসি! কষ্টার্জিত জয়ে শীর্ষে উঠে এল অভিষেকের ক্লাব।  

Updated By: Jul 26, 2024, 05:47 PM IST
DHFC | CFL 2024: বৃষ্টিস্নাত বিধাননগরে উয়াড়িকে হারিয়ে শীর্ষে উঠে এল অভিষেকের ক্লাব
গোলের পর জবিদের উচ্ছ্বাস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা লিগে (CFL 2024) দারুণ জয় পেল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। শুক্রবার বিকালে কিবু ভিকুনার শিষ্য়রা, বৃষ্টিস্নাত বিধাননগরে ২-১ গোলে হারিয়ে দিল স্বপন কুমার বিশ্বাসের উড়াড়ি অ্য়াথলেটিক ক্লাবকে (Diamond Harbor FC Vs Wari Athletic Club)। ৬ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে সুরুচি সংঘকে (৭ ম্য়াচে ১৬) হারিয়ে লিগ শীর্ষে উঠে এল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব। গোল পার্থক্য়ে এগিয়েই গ্রুপ 'এ'তে সুরুচিকে পিছনে ফেলে দিল জবি জাস্টিনরা।

আরও পড়ুন: 'লাস্ট বয়'কে হারিয়ে সুপার সিক্সের স্বপ্ন জিইয়ে রাখল সাদা-কালো ব্রিগেড

এদিন শুরু থেকেই গোলের জন্য় মরিয়া ছিল ডায়মন্ড। লিগের একেবারে তলানিতে থাকা দলের বিরুদ্ধে খেলার ৩৮ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ঘরের টিম। জবি জাস্টিনের লম্বা, মাপা পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন গিরিক মহেশ খোসলা। বিরতিতে ১-০ এগিয়ে থাকা দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা নরহরি শ্রেষ্ঠা। আর এই গোলের তিন মিনিটের মধ্য়েই ব্য়বধান কমায় উয়াড়ি। দূরপাল্লার অসাধারণ শটে গোল করেন শাহরুখ রহমান। অভিষেকের ক্লাব যেভাবে খেলছে, তাতে করে খেতাব জয়ের অন্য়তম দাবিদার হিসেবে তাদের দেখা হচ্ছে। এখনও পর্যন্ত হাফ ডজন ম্য়াচ খেলে কিবুর টিম অপ্রতিরোধ্য়। একটি ম্য়াচে ড্র ছাড়া বাকি পাঁচ ম্য়াচই জিতেছে ডিএইচএফসি।

আরও পড়ুন: 'পর্দার আড়ালেই অনেক কিছু চলে...', রেয়াত করেন না রবি, বেঁধে দিলেন গৌতির গতি!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.