East Bengal | CFL 2024: লিগে উড়ছে লাল-হলুদ পতাকা, দুরন্ত জয় মশালবাহিনীর, ঘরের মাঠে ঝলসালেন সায়ন

East Bengal Beats George Telegraph Sports Club In CFL 2024: জয়ের সরণিতেই ইস্টবেঙ্গল। লিগের দ্বিতীয় ম্য়াচে ও ঘরের মাঠের প্রথম ম্য়াচে লাল-হলুদ বাহিনী দারুণ জয় পেল জর্জের বিরুদ্ধে।

Updated By: Jul 7, 2024, 05:39 PM IST
East Bengal | CFL 2024: লিগে উড়ছে লাল-হলুদ পতাকা, দুরন্ত জয় মশালবাহিনীর, ঘরের মাঠে ঝলসালেন সায়ন
সমর্থকদের উচ্ছ্বাস বলে দিচ্ছে ম্য়াচের কথা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক রবিবার থেকে আরেক রবিবার। ছন্দপতন হল না। একেবারে চেনা ছন্দেই ইস্টবেঙ্গল (East Bengal)। ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে লাল-হলুদ মশাল জ্বালিয়ে কলকাতা লিগের (Calcutta Football League 2024) শুভারম্ভ করেছিলেন বিনো জর্জের শিষ্য়রা। গত রবিবার ৭-১ গোলে, অতনু সরকারের টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়েছিলেন বিনোরা। এবার লিগের দ্বিতীয় ম্য়াচে, লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্য়বাহী ক্লাব ৩-১ গোলে হারিয়ে দিল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে (East Bengal vs George Telegraph Sports Club)। ঘরের মাঠে প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারাল গৌতম ঘোষের জর্জকে।

আরও পড়ুন: মশাল জ্বালিয়ে লিগ শুরু লাল-হলুদের, টালিগঞ্জের জালে জড়াল ৭ গোল!

পিছিয়ে থেকেও এদিন ম্য়াচ জিতল ইস্টবেঙ্গল। ম্য়াচের ৩৪ মিনিটে অমিত এক্কার গোলে এগিয়ে গিয়েছিল জর্জ। বিরতিতে ১-০ পিছিয়ে থাকা লাল-হলুদ জ্বলে ওঠে দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটে শ্য়ামল বেসরার দূরপাল্লার শট বারপোস্টে লেগে ফিরে আসলে, সেই বল ধরে ঠান্ডা মাথায় নেট করেন জেসিন টিকে। সমতা ফেরানোর পর আর ইস্টবেঙ্গলকে পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর শুধুই এগিয়ে যাওয়া।

বিনোর আক্রমণ ভাগ হয়ে ওঠে ভয়ংকর। ৬৫ মিনিটে সায়ন বন্দ্য়োপাধ্য়ায়ের বা-প্রান্ত ধরে দৌড় দীর্ঘদিন মনে রাখবে কলকাতা ফুটবল। এরপর নাসিব রহমানের ক্রস থেকে শুধু পা ছুঁইয়ে গোল করে স্কোরলাইন ২-১ করে দেন সায়ন। এরপর ৮৯ মিনিটে ইস্টবেঙ্গল তুলে নেয় তৃতীয় গোল। এবারও সেই চোখ জুড়িয়ে সায়ন-নাসিবের যুগলবন্দি। সায়নের রক্ষণ ফালাফালা করে দিয়ে উঠে এসে দুরন্ত সেন্টার করেন নাসিবকে। সেখান থেকে নাসিব গোল করে জর্জের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। বৃষ্টিভেজা মাঠে সায়নের পারফরম্য়ান্স ছিল এক মুঠো রোদের মতোই।  আগামী ১৩ জুলাই যুবভারতীতে খেলছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। মরসুমের প্রথম বড় ম্য়াচ। ব্য়াক-টু-ব্য়াক দুই ম্য়াচ জিতে ইস্টবেঙ্গল অনেকটাই চনমনে হয়ে নামবে মাঠে। সেখানে মোহনবাগান পরপর দুই ম্য়াচে ড্র করেছে। গতবারের রানার্স ইস্টবেঙ্গল এবার ভালো কিছু করতে মরিয়া।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.