East Bengal New Investor Update: পদ্মাপারের বিনিয়োগেই কি লাল-হলুদ মশাল জ্বলবে!

ইস্টবেঙ্গলে আসছে নতুন ইনভেস্টর! এমনটাই জোর খবর ময়দানে।

Updated By: Feb 24, 2022, 02:37 PM IST
East Bengal New Investor Update: পদ্মাপারের বিনিয়োগেই কি লাল-হলুদ মশাল জ্বলবে!

নিজস্ব প্রতিবেদন: চলতি মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-2022) বিদায়ঘণ্টা বেজে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের ( SC East Bengal)। ১৮ ম্যাচে (১টি জয়, ৭টি হার ও ১০টি ড্র) ১০ পয়েন্ট নিয়ে লিগের 'লাস্টবয়' লাল-হলুদ ব্রিগেড। 

আগামী মরশুমে ইস্টবেঙ্গল বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গেই আইএসএল খেলবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। তবে ইস্টবেঙ্গল যে, কলকাতা লিগ (CFL), ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএফএ শিল্ড (IFA Sheild) খেলবে তা একপ্রকার নিশ্চিত। এমনকী আইএসএলের শেষ দুই ম্য়াচ আগে নেপালের তরুণ ডিফেন্ডার অনন্ত তামাংকে সই করিয়েছে লাল-হলুদ ক্লাব। দলগঠন করছে আগামীর কথা ভেবেই। 

মনে করা হচ্ছে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলে আসতে পারে নতুন কোনও ইনভেস্টর। অন্তত বৃহস্পতিবার অর্থাৎ আজকের পরে ইঙ্গিত কিন্তু সেদিকেই। এদিন ইস্টবেঙ্গল ক্লাবে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে সস্ত্রীক সংবর্ধনা জানানো হয়েছে। লেসলি ক্লডিয়াস সরণীর ঐতিহ্যাবাহী ক্লাবের আজীবন সদস্যপদও দেওয়া হয়েছে তাঁদের। 

আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের পাশে আনভীর থাকবেন বলেই জানা যাচ্ছে। তবে পদ্মাপারের বিনিয়োগেই লাল-হলুদ মশাল জ্বলবে কিনা, সে ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে না। তবে প্রচ্ছন্ন ইঙ্গিত অবশ্যই রয়েছে। ক্লাবের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন আনভীর। তিনি লাল-হলুদ ক্লাবের জন্য কিছু করতে চান বলেও জানিয়েছেন। যাওয়ার আগে এও বলে গিয়েছেন যে, তিনি আবার ফিরে আসবেন। এটাই বলা যায় যে, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইস্যুতে জল্পনা শেষ হওয়া শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: Watch, Sachin Tendulkar: এক যুগ আগে আজকের তারিখেই অসম্ভবকে সম্ভব করেছিলেন 'ক্রিকেট ঈশ্বর'

আরও পড়ুন: IPL 2022, Ajit Agarkar: পন্টিংয়ের সহকারি হয়ে পন্থের দলে দেশের প্রাক্তন পেসার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.