মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র

মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র। গ্রুপ এ তে ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঘানা এবং কলম্বিয়া। ছয়ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। যুবভারতীতে হবে ইরাক, চিলি, মেক্সিকো এবং ইংল্যান্ডের ম্যাচ। যুব বিশ্বকাপের দামামা বেজে গেল। মুম্বইয়ে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র। প্রথমবার কোনও বিশ্বকাপে অংশগ্রহণ করবে একশো কুড়ি কোটির দেশ ভারত। বিশ্বকাপের ড্রতে অপেক্ষাকৃত সহজ ড্র পেল লুই মাটোসের দল। ভারতের গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র,কলম্বিয়া আর ঘানা। ছয়ই অক্টোবর নয়া দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে ইউএসএ-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্লু ব্রিগেড। নয়ই অক্টোবর ভারতের পরের ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে। গ্রুপ লিগে ভারত শেষ ম্যাচ খেলবে ঘানার বিরুদ্ধে।

Updated By: Jul 8, 2017, 09:22 AM IST
মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র

ওয়েব ডেস্ক: মুম্বইতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র। গ্রুপ এ তে ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঘানা এবং কলম্বিয়া। ছয়ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। যুবভারতীতে হবে ইরাক, চিলি, মেক্সিকো এবং ইংল্যান্ডের ম্যাচ। যুব বিশ্বকাপের দামামা বেজে গেল। মুম্বইয়ে হয়ে গেল যুব বিশ্বকাপের ড্র। প্রথমবার কোনও বিশ্বকাপে অংশগ্রহণ করবে একশো কুড়ি কোটির দেশ ভারত। বিশ্বকাপের ড্রতে অপেক্ষাকৃত সহজ ড্র পেল লুই মাটোসের দল। ভারতের গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র,কলম্বিয়া আর ঘানা। ছয়ই অক্টোবর নয়া দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে ইউএসএ-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্লু ব্রিগেড। নয়ই অক্টোবর ভারতের পরের ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে। গ্রুপ লিগে ভারত শেষ ম্যাচ খেলবে ঘানার বিরুদ্ধে।

আরও পড়ুন ফের ভারতে কোচিং ইনিংস শুরু হতে পারে শেন ওয়ার্নের

সবার প্রিয় ব্রাজিল তাদের গ্রুপ লিগের ম্যাচ খেলবে কোচিতে। ফলে নক আউটের আগে ভিনিসুয়াস জুনিয়ারের খেলা দেখা থেকে বঞ্চিত হতে হবে কলকাতার ফুটবল প্রেমীদের। কলকাতার যুবভারতীতে মূলত হবে গ্রুপ এফ-র খেলা। গ্রুপ এফ-এ তে আছে ইরাক,মেক্সিকো,চিলি আর ইংল্যান্ড। এছাড়াও গ্রুপ ই-র জাপান বনাম নিউ ক্যালেডোনিয়ার ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আটাশে অক্টোবর বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে হবে কলকাতাতেই। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে গেল ফুটবলের মহাযজ্ঞের জন্য দিন গোনা।

আরও পড়ুন  সচিন তেন্ডুলকরকেও টপকে গেলেন বিরাট কোহলি

.