আই লিগের প্রচার বাড়াতে তৈরি হবে ফান্ড, টাকা দেবে ফেডারেশন ও ক্লাব
আই লিগের প্রচার ও বিপনণ বাড়াতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও আই লিগ খেলা ক্লাবগুলো একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের বৈঠকে আই লিগকে আরও জনপ্রিয় করার দিকে বাড়তি জোর দেওয়া হয়। সেখানে ঠিক হয়ে লিগের প্রচার বাড়াতে একটি ফান্ড তৈরি করা হবে। আই লিগ খেলা প্রতিটা ক্লাব সেই ফান্ডে টাকা দেবে। ক্লাবগুলো যা পরিমান টাকা দেবে, ফেডারেশনও সেই টাকা ফান্ডে দেবে। এই ফান্ড থেকে টাকা খরচ করা হবে সারা দেশ জুড়ে আই লিগের প্রচার বাড়াতে। তবে এই ধরনের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন থাকছেই। পুণে এফসি, বেঙ্গালুরুর মতো ক্লাবের পক্ষে বাড়তি টাকা খরচ করা সমস্যার বিষয় নয়। তবে আই লিগের অনেক ক্লাবেরই আর্থিক সমস্যা রয়েছে। কো-স্পনসরের অভাবও রয়েছে। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ইউথ ডেফেলপমেন্ট করতে গিয়ে অর্থ খরচ করতে হয় ক্লাবগুলোকে। এই অবস্থায় আই লিগের প্রচার বাড়াতে ফান্ড তৈরি করা কতটা সম্ভব হবে ক্লাবগুলোর পক্ষ থেকে সেই নিয়ে প্রশ্ন থাকছেই।
ওয়েব ডেস্ক: আই লিগের প্রচার ও বিপনণ বাড়াতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও আই লিগ খেলা ক্লাবগুলো একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের বৈঠকে আই লিগকে আরও জনপ্রিয় করার দিকে বাড়তি জোর দেওয়া হয়। সেখানে ঠিক হয়ে লিগের প্রচার বাড়াতে একটি ফান্ড তৈরি করা হবে। আই লিগ খেলা প্রতিটা ক্লাব সেই ফান্ডে টাকা দেবে। ক্লাবগুলো যা পরিমান টাকা দেবে, ফেডারেশনও সেই টাকা ফান্ডে দেবে। এই ফান্ড থেকে টাকা খরচ করা হবে সারা দেশ জুড়ে আই লিগের প্রচার বাড়াতে। তবে এই ধরনের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন থাকছেই। পুণে এফসি, বেঙ্গালুরুর মতো ক্লাবের পক্ষে বাড়তি টাকা খরচ করা সমস্যার বিষয় নয়। তবে আই লিগের অনেক ক্লাবেরই আর্থিক সমস্যা রয়েছে। কো-স্পনসরের অভাবও রয়েছে। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ইউথ ডেফেলপমেন্ট করতে গিয়ে অর্থ খরচ করতে হয় ক্লাবগুলোকে। এই অবস্থায় আই লিগের প্রচার বাড়াতে ফান্ড তৈরি করা কতটা সম্ভব হবে ক্লাবগুলোর পক্ষ থেকে সেই নিয়ে প্রশ্ন থাকছেই।