শুরু আই লিগ

চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে আই লিগ।এবার থেকে সব দলই নিজেদের হোম ম্যাচ নিজেরাই আয়োজন করবে।এই নিয়ে মোহনবাগান,ইস্টবেঙ্গল আর প্রয়াগ ইউনাইটেডের কর্তাদের নিয়ে আলোচনায় বসেছিলেন আই লিগের সিইও সুনন্দ ধর।

Updated By: Oct 13, 2011, 03:19 PM IST

চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে আই লিগ।এবার থেকে সব দলই নিজেদের হোম ম্যাচ নিজেরাই আয়োজন করবে। এই নিয়ে মোহনবাগান,ইস্টবেঙ্গল আর প্রয়াগ ইউনাইটেডের কর্তাদের নিয়ে আলোচনায় বসেছিলেন আই লিগের সিইও সুনন্দ ধর। ছিলেন আইএফএ সচিব উতপল গাঙ্গুলিও।ম্যাচ আয়োজনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। মোহনবাগান নিজেরা ম্যাচ আয়োজন করতে চাইলেও,ইস্টবেঙ্গল আর প্রয়াগ চাইছে আইএফএ-র সঙ্গেই ম্যাচ আয়োজন করতে। ম্যাচ আয়োজনের জন্য ক্লাবগুলি পাবেন ষাট হাজার টাকা। এই টাকার মধ্যে সব নিয়ম মেনে ম্যাচ আয়োজন করা বেশ কঠিন বলেই মনে করছেন ক্লাব কর্তারা। শুক্রবার দিল্লিতে আই লিগ কমিটির বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

.