ICC T20I Rankings: এক ধাপ এগোলেন Kohli, জায়গা ধরে রাখলেন Rahul
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে ইংল্যান্ডের ডেভিড মালান (Dawid Malan)
নিজস্ব প্রতিবেদন: বুধবার প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উপরে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। নিজের জায়গা ধরে রাখলেন কেএল রাহুল (KL Rahul)।
Huge gains for Tim Seifert
He has climbed up 24 spots to break into the top 10 of the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings for batting
Full list https://t.co/H7CnAiw0YT pic.twitter.com/HzjxuFo0NI
— ICC (@ICC) December 23, 2020
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোহলি (Virat Kohli) করেছিলেন ১৩৪ রান। ৬৯৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে (ICC T20I Rankings) ব্যাটসম্যানদের তালিকায় আট থেকে সাত নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ক্রিকেটের তিন ফরম্যাটে
আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আর টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে কিং কোহলি (Virat Kohli)।
আরও পড়ুন- Jay Shah'কে বোল্ড করলেন Sourav, অপরাজিত ৫০ করেও দলকে জেতাতে পারলেন না বোর্ড প্রেসিডেন্ট
অন্যদিকে ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে (ICC T20I Rankings) ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বর জায়গা ধরে রাখলেন কেএল রাহুল (KL Rahul)। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে ইংল্যান্ডের ডেভিড মালান (Dawid Malan) আর দু নম্বরে পাকিস্তানের বাবর আজম (Babar Azam)।
আরও পড়ুন-সবার জন্য এক নিয়ম নয়,Team India-তে একাধিক লবি; বিস্ফোরক Sunil Gavaskar