ভারত-পাক ক্রিকেট সিরিজের আর্জি নিয়ে ভারতে আসছে পিসিবি চেয়ারম্যান

ভারত-পাক ক্রিকেট সিরিজ চালু করার আবেদন জানাতে ভারতে আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। এই সপ্তাহেই তিনি ভারতে আসছেন। পিসিবি চেয়ারম্যান ভারত সরকারকে অনুরোধ করবেন যাতে তারা এই সিরিজের জন্য সবুজ সংকেত দেয়। শাহরিয়ার খান জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি। তবে এব্যাপারে বাধা হয়েছে দাঁড়াচ্ছে ভারত সরকার। সরকারি ছাড়পত্র না পেলে বিসিসিআই-এর কিছু করার নেই। তাই তিনি নয়াদিল্লিতে এসে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে এব্যাপারে কথা বলতে চান। পাশাপাশি বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গেও দেখা করবেন। কলকাতায় এসে ডালমিয়ার সঙ্গে ভারত-পাক সিরিজের একটা রূপরেখা তৈরিরও কথা আছে। কারন পাকিস্তান ৩টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের আয়োজন করতে চায়।

Updated By: May 6, 2015, 11:52 PM IST
ভারত-পাক ক্রিকেট সিরিজের আর্জি নিয়ে ভারতে আসছে পিসিবি চেয়ারম্যান

ওয়েব ডেস্ক: ভারত-পাক ক্রিকেট সিরিজ চালু করার আবেদন জানাতে ভারতে আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। এই সপ্তাহেই তিনি ভারতে আসছেন। পিসিবি চেয়ারম্যান ভারত সরকারকে অনুরোধ করবেন যাতে তারা এই সিরিজের জন্য সবুজ সংকেত দেয়। শাহরিয়ার খান জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি। তবে এব্যাপারে বাধা হয়েছে দাঁড়াচ্ছে ভারত সরকার। সরকারি ছাড়পত্র না পেলে বিসিসিআই-এর কিছু করার নেই। তাই তিনি নয়াদিল্লিতে এসে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে এব্যাপারে কথা বলতে চান। পাশাপাশি বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গেও দেখা করবেন। কলকাতায় এসে ডালমিয়ার সঙ্গে ভারত-পাক সিরিজের একটা রূপরেখা তৈরিরও কথা আছে। কারন পাকিস্তান ৩টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের আয়োজন করতে চায়।

 

.