পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
পাকিস্তানকে হারিয়ে ৬বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত চলে গেল ফাইনালে।
নিজস্ব প্রতিবেদন : মহিলাদের এশিয়াকাপ টি-টোয়েন্টিতে পাক-বধ ভারতের। মালয়েশিয়ায় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি।
আরও পড়ুন- একদিনের ক্রিকেটে ৪৯০ রান করে বিশ্বরেকর্ড
শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রান তোলে পাকিস্তান। সানা মিরের অপরাজিত ২০ এবং নাহিদা খানের ১৮ রান ছাড়া আর কোনও পাক ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। ৪ ওভারে ১৪ রান দিয়ে একতা বিস্ত ৩টি উইকেট তুলে নেন।
All over! Six-time winners India are into the final of the #AsiaCup after their comprehensive 7-wicket win over Pakistan.
Smriti 38 (40)
Harmanpreet 34* (49)
Ekta 3/14#INDvPAK #AsiaCup #WAC2018 pic.twitter.com/5eQy3aUipD— BCCI Women (@BCCIWomen) June 9, 2018
৭৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে আনাম আমিনের জোড়া ধাক্কায় বেকায়দায় পড়ে যায় ভারতীয় প্রমিলাবাহিনী। মিতালি রাজ এবং দীপ্তি শর্মা দু'জনেই রানের খাতা খুলতে পারেননি। তবে স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৬৫ রানের জুটি ভারতকে জয়ের পথ দেখায়। স্মৃতি ৩৮ রান করেন। ৩৪ রানে অপরাজিত থাকেন হরমনপ্রীত। ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন একতা বিস্ত। পাকিস্তানকে হারিয়ে ৬বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত চলে গেল ফাইনালে।