IND vs SL: ভারত সফরের দল ঘোষণা করল শ্রীলঙ্কা, নেতৃত্বে মালিঙ্গা

সেই সময় তিনিই ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 2, 2020, 12:31 PM IST
IND vs SL: ভারত সফরের দল ঘোষণা করল শ্রীলঙ্কা, নেতৃত্বে মালিঙ্গা

নিজস্ব প্রতিবেদন:  দিন কয়েক পরেই তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসছে শ্রীলঙ্কা। তার আগে ভারত সফরের জন্য ১৬ জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নেতৃত্বে সেই লাসিথ মালিঙ্গা। দীর্ঘদিন পর ভারত সফরে শ্রীলঙ্কা দলে ফিরলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস।

২০১৮ সালে শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা হয়ে খেলেছিলেন ৩২ বছর বয়সী ম্যাথিউস। সেই সময় তিনিই ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেই ম্য়াথিউস আবার টি-টোয়েন্টি দলে ফিরছেন ভারত সফরে। এটা ছাড়া আর কোনও চমক শ্রীলঙ্কা দলে।

একনজরে দেখে নেওয়া যাক ভারত সফরে শ্রীলঙ্কা দল-
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলকা, অভিষ্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, কুশল পেরেরা, নিরোসান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপক্ষ, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হসারঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষণ সান্দাকান ও কসুন রাজিথা। 

আরও পড়ুন - বয়সের কারচুপি! রঞ্জি ট্রফিতে এক বছরের জন্য নির্বাসিত মনজ্যোত্ কালরা

.