ফিফা আয়োজিত হোমলেস বিশ্বকাপের অঙ্গ কমিউনিটি কাপ। ষাটটি দলের লড়াইয়ে দেশকে চ্যাম্পিয়ন করার পেছনে যে দুজনের অবদান,সেই প্রসেনজিত-অভিজিত বৈদ্য সত্যিই গৃহহারা।
ফিফা আয়োজিত হোমলেস বিশ্বকাপের অঙ্গ কমিউনিটি কাপ। ফ্রান্সে আয়োজিত এই কমিউনিটি কাপের চ্যাম্পিয়ন হয়ে ফিরল ভারত।
ষাটটি দলের লড়াইয়ে দেশকে চ্যাম্পিয়ন করার পেছনে যে দুজনের অবদান,সেই প্রসেনজিত-অভিজিত বৈদ্য সত্যিই গৃহহারা।
কাগজ বিক্রি করে আর চায়ের দোকানে কাজ করে নিজেদের ফুটবল জীবনকে আজ অন্য উচ্চতায নিয়ে গিয়েছেন এই দুজন।
বড় ক্লাবের হয়ে খেলার স্বপ্ন বরাবরই। কিন্তু সেই স্বপ্ন কখনই বাস্তবায়িত হয়নি।চ্যাম্পিয়ন হয়ে ফিরেও কোন সংবর্ধনা কিংবা সম্মান পায় নি তারা।
আশ্চর্যজনক ভাবে বাংলার ফুটবল কর্তারা এ বিষয় অবগতই ছিলেন না।তাদের উদাসিনতায় কিছুটা হতাশ তারা।
একদিন রাস্তার ধারের ঝুপড়ি থেকে উঠে এসেছিলেন আই এন বিজয়ন।ভারতীয় ফুটবলের তারকা হয়ে উঠেছিলেন তিনি।
বিশ্বকাপ জয়ী প্রসেনজিত-অভিজিত বৈদ্য তাদের আইডল বাইচুংয়ের মতই ভারতীয় ফুটবল কে বিশ্বস্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে।
IND
(113 ov) 471 (96 ov) 364
|
VS |
ENG
465(100.4 ov) 373/5(82 ov)
|
England beat India by 5 wickets | ||
Full Scorecard → |
VAN-W
(113 ov) 471 (96 ov) 364
|
VS |
SAM-W
465(100.4 ov) 373/5(82 ov)
|
Vanuatu Women beat Samoa Women by 9 runs | ||
Full Scorecard → |
SAM-W
(113 ov) 471 (96 ov) 364
|
VS |
PNG-W
465(100.4 ov) 373/5(82 ov)
|
Papua New Guinea Women beat Samoa Women by 4 wickets | ||
Full Scorecard → |