ফিফা র্যাঙ্কিংয়ে পতন ভারতের
নেহরু কাপ জয়ের হ্যাটট্রিকের পরই ফিফা ক্রমতালিকায় একধাপ নেমে গেল ভারত। ভারতের বর্তমান র্যাঙ্কিং ১৬৯। ভারতীয় ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে খারাপ র্যাঙ্কিং।
নেহরু কাপ জয়ের হ্যাটট্রিকের পরই ফিফা ক্রমতালিকায় একধাপ নেমে গেল ভারত। ভারতের বর্তমান র্যাঙ্কিং ১৬৯। ভারতীয় ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে খারাপ র্যাঙ্কিং।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নেহরু কাপের ফাইনালে ভারতের থেকে ১০০ ধাপ এগিয়ে থাকা ক্যামেরুনকে হারানো সত্বেও কেন ভারতের র্যাঙ্ক কমে গেল।ফেডারেশন কর্তারা ভারতে এনেছিলেন দ্বিতীয় সারির ক্যামেরুন দলকে। ক্যামেরুন কর্তারা এখানে দল পাঠানোর আগেই সেকথা ফিফাকে জানিয়ে রেখেছিলেন। ফলে ক্যামেরুনের বিরুদ্ধে ভারতের দুটো ম্যাচ ফিফার স্বীকৃতি পায়নি। ফলে দিল্লিতে রুদ্ধশ্বাস জয়ের পরও আরও লজ্জার মুখে পড়তে হল ভারতীয় ফুটবল দলকে।
ভারতীয় ফুটবলে ডাচ যুগ দর্শনের শুরুটা হয় নেহরু কাপ জিতে। রবিবার দিল্লিতে ক্যামেরুনকে ৭-৬ গোলে হারিয়ে নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক করে ভারত। ভারতীয় দলের কোচ হিসাবে ডাচ কোম উইম কোভারম্যান্সের এটাই ছিল প্রথম প্রতিযোগিতা। আর তাতেই বাজিমাত করেছিল ভারত। এর আগের দু`বার ভারত নেহরু কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সিরিয়াকে হারিয়ে। আর এবার তাজ এল বিশ্ব ফুটবলের সমীহ জাগানো দেশ ক্যামেরুনকে হারিয়ে।