ফুটবল ঈশ্বরকে শ্রদ্ধার্ঘ বাইচুং-বিজয়ন-সুনীলদের

ছিয়াশির বিশ্বজয়ী মহানায়কের আকস্মিক প্রয়াণে শোকবার্তায় ছড়িয়ে পড়েছে হাহাকার হয়ে।

Updated By: Nov 26, 2020, 04:08 PM IST
 ফুটবল ঈশ্বরকে শ্রদ্ধার্ঘ বাইচুং-বিজয়ন-সুনীলদের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ছিয়াশির মেক্সিকো বিশ্বকাপে একা আর্জেন্তিনিয়দের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার পর থেকে দিয়েগো আর্মান্দো মারাদোনা যেন স্বপ্নের চরিত্র। তাঁর বাঁ পা নিয়ে কথা বলেছে গোটা বিশ্ব। যতদিন ফুটবল থাকবে, ততদিন ফুটবল বিশ্বের কোনায় কোনায় থাকবে মারাদোনার বাঁ পায়ের সম্মোহন। ছিয়াশির বিশ্বজয়ী মহানায়কের আকস্মিক প্রয়াণে শোকবার্তায় ছড়িয়ে পড়েছে হাহাকার হয়ে।

ভারতীয় ফুটবলের আইকন তথা প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া শ্রদ্ধার্ঘ জানিয়েছেন মারাদোনাকে। পাহাড়ি বিছে ফেসবুক পোস্টে লিখেছেন, "আমার এই ফুটবলে প্রেমে পড়ার কারণ ছিলেন মারাদোনা। আমরা মাঠে তাঁর কৌশল অনুকরণ করার চেষ্টা করেছি। তিনি আমাকে এবং আমার প্রজন্মের আরও অনেক খেলোয়াড়কে অনুপ্রাণিত করেছিলেন। শান্তিতে থাকুন মারাদোনা।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by I M Vijayan (@imvijayan)

 

ভারতীয় ফুটবলের 'কালো হরিণ' নামে পরিচিত আইএম বিজয়ন ইনস্টা পোস্টে লিখেছেন, "চোখের জল আমি ধরে রাখতে পারছি না, তুমি সবসময় আমার মনে থাকবে। RIP মারাদোনা"

 

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী টুইট করে লিখেছেন , "তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর যাদু, উন্মাদনা এবং কিংবদন্তি আমাদের ছেড়ে যেতে পারেননা।"

 

 

সুব্রত পাল, সন্দেশ ঝিঙ্ঘানরাও টুইটে শ্রদ্ধা জানিয়েছেন ফুটবল গ্রেটকে।

 

আরও পড়ুন - সচিন-সৌরভ থেকে বিরাট; ফুটবল ঈশ্বরের স্মৃতিচারণায় ভারতীয় ক্রিকেটমহল

.