INDWvsAUSW: চোট! প্রথম ম্যাচে নেই হরমনপ্রীত, অজিদের হারাতে মরিয়া ভারত

অনুশীলনে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন হরমনপ্রীত কউর। 

Updated By: Sep 20, 2021, 09:09 PM IST
INDWvsAUSW: চোট! প্রথম ম্যাচে নেই হরমনপ্রীত, অজিদের হারাতে মরিয়া ভারত

নিজস্ব প্রতিবেদন: ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার (Australia Women) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে বড় ধাক্কা খেল মিতালি রাজের (Mithali Raj) ভারতের মহিলা দল (Indian Women)। বুড়ো আঙুলে জোরালো চোট পাওয়ার জন্য প্রথম ম্যাচে নেই হরমনপ্রীত কউর। এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে সেটা জানিয়ে দিলেন দলের হেড কোচ রমেশ পাওয়ার (Ramesh Powar)। তবে হরমনপ্রীতের অবর্তমানে দলের মিডল অর্ডার দুর্বল হলেও ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে চাইছেন অধিনায়ক মিতালি। 

‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতা খেলার সমযা চোট পেয়েছিলেন হরমনপ্রীত। তবে সেই চোট সারলেও অজিদের বিরুদ্ধে নামার আগে নেটে ব্যাট করার সময় ফের পুরোনো চোটে আঘাত পান তিনি। রমেশ পাওয়ার বলেন, "হরমনপ্রীত না খেলার জন্য দল চাপে থাকলেও আমাদের এগিয়ে যেতে হবে। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য।"  

আরও পড়ুন: Rashid Khan: রশিদ খানের জন্মদিনে সানরাইজার্সের সতীর্থরা তাঁকে দিলেন 'কেক ফেসিয়াল'

এমনা একটা প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত খেলতে নামছে যারা গত ২২ ম্যাচে অপরাজিত। তবে সেই অজিদের বিরুদ্ধে নামার আগে মিতালির ভাবনায় জোড়া ভাবনা রয়েছে। জয় ছাড়াও আসন্ন বিশ্বকাপের জন্য সেরা দল বেছে নিতে চাইছেন তিনি। মিতালি বলেন, "আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বিদেশ সফরে জয় অবশ্যই দরকার। সেটা নিয়ে আমরা ভাবছি। তবে একই সঙ্গে আসন্ন বিশ্বকাপের সেরা দল বেছে নিতে হবে। কারণ আমাদের হাতে সময় খুবই কম।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)