IPL 2020: বিশ্বকাপের পরেই আইপিএল ফাইনাল ঘিরে মানুষের উত্সাহ চোখে পড়ার মতো, দাবি মুম্বই অলরাউন্ডারের

আইপিএলের ফাইনাল ম্যাচের চাপ যে কতটা তা বলে বোঝানো মুশকিল। দলের সব ক্রিকেটারকে চাপ নিতে হয়।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 10, 2020, 04:28 PM IST
IPL 2020: বিশ্বকাপের পরেই আইপিএল ফাইনাল ঘিরে মানুষের উত্সাহ চোখে পড়ার মতো, দাবি মুম্বই অলরাউন্ডারের
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  আইপিএল নিয়ে এবার বড়সড় মন্তব্য করলেন মুম্বই ইন্ডিয়ানসের ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। তাঁর মতে বিশ্বকাপের পর বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হল আইপিএল। বিশ্বকাপ ছাড়া অন্য কোনও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ঘিরে এত উৎসাহ চোখে পড়ে না যতটা দেখা যায় আইপিএল ফাইনাল ম্যাচকে ঘিরে, দাবি পোলার্ডদের।

 

মঙ্গলবার সন্ধ্যায় মেগা ফাইনালে দুবাইয়ে মহারণে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস। গতবারের চ্যাম্পিয়নদের নাকি পাল্লা ভারি বলছেন ক্রিকেটমহলের একাংশ। আবার দিল্লি ক্যাপিটালস মরণ কামড় দেবে এমনটাও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মুম্বই বনাম দিল্লি হাড্ডাহাড্ডি ফাইনাল দেখা যাবে এমনটাই চাইছেন ক্রিকেটভক্তরা।

 

এদিকে পোলার্ডের কথায় আইপিএলের ফাইনাল ম্যাচের চাপ যে কতটা তা বলে বোঝানো মুশকিল। দলের সব ক্রিকেটারকে চাপ নিতে হয়। এই ম্যাচে কোনও ভুল করা আত্মহত্যার সামিল। দাবি পোলার্ডের। সেই সঙ্গে তিনি বলেন, ক্রিকেটারদের বিশ্বকাপ ফাইনাল খেলতে যতটা চাপ নিতে হয় তার থেকে এই টুর্নামেন্টের ফাইনালে চাপ কোনও অংশে কম নয়।

আরও পড়ুন - IPL 2020: মেগা ফাইনালে মুখোমুখি মুম্বই-দিল্লি; ইতিহাসের সামনে দিল্লি, পঞ্চম খেতাবের সামনে মুম্বই

.