Arijit Singh and MS Dhoni, IPL 2023: রং দে তু মাহি... উদ্বোধনী অনুষ্ঠানে ধোনির পা ছুঁয়ে প্রণাম অরিজিতের

টসের একটু আগে সেই ঘটনা সবার সামনে আসে। মঞ্চে তখন ধোনি এবং হার্দিক পান্ডিয়াকে ডেকে নেওয়া হয়েছে। ক্রিকেটারদের একপাশে অরিজিত ছাড়াও ছিলেন, দুই অভিনেত্রী তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 31, 2023, 10:43 PM IST
Arijit Singh and MS Dhoni, IPL 2023: রং দে তু মাহি... উদ্বোধনী অনুষ্ঠানে ধোনির পা ছুঁয়ে প্রণাম অরিজিতের
সেই মুহূর্ত। ধোনির পা ছুঁয়ে প্রনাম করছেন অরিজিত সিং। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুধু দেশ কেন, বিদেশেও তাঁর অগণিত শ্রোতা। এহেন অরজিত সিং (Arijit Singh) যে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) কত বড় ভক্ত সেটা বুঝিয়ে দিলেন। আইপিএল-এর (IPL Opening Ceremony 2023) উদ্বোধনী অনুষ্ঠানে 'ক্যাপ্টেন কুল'-এর (Captain Cool) পা ছুঁয়ে প্রনাম করলেন অরিজিত। সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি। 

টসের একটু আগে সেই ঘটনা সবার সামনে আসে। মঞ্চে তখন ধোনি এবং হার্দিক পান্ডিয়াকে ডেকে নেওয়া হয়েছে। ক্রিকেটারদের একপাশে অরিজিত ছাড়াও ছিলেন, দুই অভিনেত্রী তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। পরিচয় পর্ব সারা হতেই ধোনিকে প্রণাম করলেন অরিজিত। স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত হয়ে যান বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। 

আরও পড়ুন: Imran Khan, IPL 2023: ভারত অহংকারী! চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ফের বিতর্কিত মন্তব্য করলেন ইমরান খান

আরও পড়ুন: KKR, IPL 2023: ধাওয়ানের পঞ্জাবের বিরুদ্ধে কেমন একাদশ গড়তে পারে কেকেআর? ছবিতে দেখে নিন

তবে শুধু ধোনি নন, এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন অরিজিত। এমনকি কয়েক বছর আগে বিরাট কোহলির সঙ্গেও অরিজিতকে দেখা গিয়েছিল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)