বাউন্ডারি নয়, বাংলাদেশের বিরুদ্ধে দৌড়ে চার রান নিলেন ইংলিশ ওপেনার

দৌড়ে সর্বোচ্চ তিন রান নিতে দেখা যায় কোনও ব্যাটসম্যানকে।

Updated By: Jun 8, 2019, 05:00 PM IST
বাউন্ডারি নয়, বাংলাদেশের বিরুদ্ধে দৌড়ে চার রান নিলেন ইংলিশ ওপেনার

নিজস্ব প্রতিবেদন : বাউন্ডারি থেকে নয়, চারটে রান এল দৌড়ে। সচরাচর এমনটা শোনা যায় না। দুই বা তিন রান তো সাধারণ ব্যাপার। কিন্তু দৌড়ে চার রান! বিশ্বকাপে বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচে এমনই কাণ্ড ঘটল। কাণ্ডটা ঘটালেন ইংলিশ ওপেনার। 

আরও পড়ুন-  গ্লাভস বিতর্কের পর এবার স্ত্রী সাক্ষীর জন্য শাস্তির মুখে ধোনি

দৌড়ে সর্বোচ্চ তিন রান নিতে দেখা যায় কোনও ব্যাটসম্যানকে। কিন্তু জনি বেয়ারস্টোর গতি একটু বেশিই ছিল এদিন। দৌড়ে নিলেন চার রান। ইংল্যান্ডের ইনিংসের নয় নম্বর ওভারের ঘটনা। বোলিং করছিলেন সাকিব আল হাসান। তাঁর ওভারের দ্বিতীয় ডেলিভারি ডিপ মিড উইকেটে ঠেলে দেন জনি বেয়ারস্টো। ডিপ স্কোয়ার লেগ থেকে ফিল্ডার বাউন্ডারির দিকে ছুটে যাওয়া বল তাড়া করেন। বল ধরে কিপারের কাছে ফেরত পাঠানোর আগে চারবার জায়গা বদল করে ফেলেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। বাউন্ডারি আটকালেও চার রান আটকাতে পারলেন না বাংলাদেশের ফিল্ডার।

আরও পড়ুন-  ICC World Cup 2019: অস্ট্রেলিয়া ম্যাচের আগে বৃষ্টিতে বাতিল টিম ইন্ডিয়ার অনুশীলন

কার্ডিফে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন জেসন রয় ও বেয়ারস্টো। সেঞ্চুরি করেছেন জেসন রয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭.২ ওভারে ইংল্যান্ড ১৭২-১। 

.