২০৪০ পর্যন্ত খেলবেন লিয়েন্ডার!

অবসরের প্রসঙ্গ উঠলেই হেসে উড়িয়ে দিচ্ছেন

Updated By: May 6, 2018, 06:00 PM IST
২০৪০ পর্যন্ত খেলবেন লিয়েন্ডার!

নিজস্ব প্রতিনিধি : এক মাস বাদেই ৪৫-এর কোঠায় পৌঁছবেন তিনি। যে বয়সে ডায়াবেটিস বা রক্তচাপকে বাগে রাখতে টুকটাক শরীরচর্চা করে থাকেন সাবধানীরা। সেই বয়সে আন্তর্জাতিক স্তরে পেশাদার টেনিস? ক'জন ভাবতে পারে বলুন তো! লিয়েন্ডার পেজ কিন্তু চালিয়ে খেলছেন এখনও। আর অবসরের প্রসঙ্গ উঠলেই হেসে উড়িয়ে দিচ্ছেন।

আরও পড়ুন রবিবার রাতে বড় ম্যাচ, কোথায় কখন দেখবেন এল ক্লাসিকো

 কোথায় গিয়ে থামবেন লিয়েন্ডার পেজ? তার ইঙ্গিত তো নেই-ই, বরং ২০৪০-এও তাঁকে কোর্টে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। হেঁয়ালি নয়। সেরেনা উইলিয়ামসের এক টুইটে লি পাল্টা যা লিখলেন তাতে চোখ কপালে উঠতে পারে। সেই টুইটে মার্কিন টেনিস তারকা সেরেনা সন্তানের সঙ্গে ছবি দিয়ে লিখলেন, 'মা ভাল্লুকের সঙ্গে তার ছানা।' লিয়েন্ডার পাল্টা লিখলেন, '২০৪০ উইম্বলডনের জন্য আমি মিক্সড ডাবলস সঙ্গী খুঁজছি। আশা করছি, ছোট্ট অ্যালেক্সিস আমার সঙ্গী হয়ে আমাকে আরেকটা খেতাব জিততে সাহায্য করবে।' মজা করে বললেও, ভারতীয় টেনিস তারকার এই টুইটকে অর্থবহ হিসাবে ধরছেন নেটিজেনরা। বলা হচ্ছে, থুড়থুড়ে লিয়েন্ডারকে কোর্টে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে বয়স তো তাঁর কাছে একটা সংখ্যা মাত্র।

আরও পড়ুন - বিরাটকে টপকে চড়চড় করে উপরে উঠছেন ধোনি

.