ভারতীয় টেনিসে এবার কোচের ভূমিকায় দেখা যাবে লিয়েন্ডার পেজকে?

ভারতীয় টেনিসে এবার লিয়েন্ডার পেজকে গোপিচাঁদের ভূমিকায় দেখতে চান সর্বভারতীয় টেনিস ফেডারেশনের নতুন সচিব হিরনময় চ্যাটার্জি। মঙ্গলবার ভারতীয় টেনিসের ভবিষ্যৎ নিয়ে লিয়েন্ডারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন নয়া সচিব। হিরনময় চান ডেভিস কাপে রেকর্ড গড়েই এবার অবসর নিয়ে কোচিংয়ে মন দিক পেজ। 

Updated By: Nov 17, 2016, 10:09 AM IST
ভারতীয় টেনিসে এবার কোচের ভূমিকায় দেখা যাবে লিয়েন্ডার পেজকে?

ব্যুরো: ভারতীয় টেনিসে এবার লিয়েন্ডার পেজকে গোপিচাঁদের ভূমিকায় দেখতে চান সর্বভারতীয় টেনিস ফেডারেশনের নতুন সচিব হিরনময় চ্যাটার্জি। মঙ্গলবার ভারতীয় টেনিসের ভবিষ্যৎ নিয়ে লিয়েন্ডারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন নয়া সচিব। হিরনময় চান ডেভিস কাপে রেকর্ড গড়েই এবার অবসর নিয়ে কোচিংয়ে মন দিক পেজ। 

 

নতুন সচিবের পরামর্শ শুনলেও আপাতত পাকাপাকি ভাবে তার অবসররে নেওয়ার যে কোনও ইচ্ছে নেই সেটাও বুঝিয়ে দিয়েছেন লি। ডেভিস কাপে ডাবলসে একটা ম্যাচ জিতলেই নতুন রেকর্ড গড়ার সুযোগ সামনে। আর গ্র্যান্ডস্ল্যাম ডাবলসে দুটো খেতাব জিততে পারলেই আরও একটা রেকর্ড গড়ার হাতছানি ৪৩ বছর বয়সি লির সামনে। সব কিছু ভুলে দুহাজার সতেরোয় জোড়া রেকর্ড গড়তে চান পেজ। 

 

আপাতত কিছুদিন বিশ্রাম। ডিসেম্বর থেকেই নতুন মরশুমের অনুশীলন পুরোপুরি শুরু করবে লি। 

.