এশিয়া কাপের সেই স্টাম্প আউট নিয়ে এতদিনে মুখ খুললেন লিটন দাস

এতদিন পর্যন্ত লিটনের মুখে কোনও কথা শোনা যায়নি।

Updated By: Oct 16, 2018, 07:27 PM IST
এশিয়া কাপের সেই স্টাম্প আউট নিয়ে এতদিনে মুখ খুললেন লিটন দাস

নিজস্ব প্রতিনিধি : তিনি সেদিন বেনিফিট অফ ডাউট পেতে পারতেন। গোটা বাংলাদেশ তেমন দাবিই করেছিল। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে স্টাম্প আউট হয়েছিলেন লিটন দাস। তার পর থেকে সে দেশের ক্রিকেট সমর্থকদের আফসোসের শেষ নেই। তাঁদের দৃঢ় বিশ্বাস, সেদিন লিটন থাকলে বাংলাদেশ আরও কিছুটা রান করতে পারত। আরও কিছুটা রান হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত বলেও তাঁদের বিশ্বাস। আর এই নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের সঙ্গে তাঁদের বিরোধ হয়েছিল প্রবল। এমনকী এই আউটটা নিয়ে বাঙালি ক্রিকেটপ্রেমীরা একটা মিম বানিয়েও ফেলেছেন। 'লিটন দাস কিন্তু সেদিন আউট ছিল না।'

আরও পড়ুন-  বিরাটের মতোই এবার রোহিতের গালে চুমু খাওয়ার চেষ্টা এক ভক্তের

বাংলাদেশের ইনিংস তখন বাকি ছিল আরও ৯ ওভার। লিটন ঠিক সেই সময় আউট হন। এর পর বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২২৩ রানে। তবে এই কম রানের লক্ষ্যমাত্রা পেরোতেও ভারতীয় দলকে বেশ বেগ পেতে হয়েছিল। বাংলাদেশ লড়াই চালিয়েছিল ভালই। দিনের শেষে অবশ্য কোহলিরাই শেষ হাসি হেসেছিলেন। এশিয়া কাপ শেষ হলেও লিটনের সেই আউটের রেশ যেন থেকে গিয়েছিল। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা দাবি করেছিলেন, আইসিসি ও বিসিসআইয়ের গোপন আঁতাত রয়েছে। যার জন্য এশিয়া কাপ ফাইনালে ভারতকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে আইসিসি। আর তারই ফল লিটনকে আউট দিয়ে দেওয়া। মাঠের লড়াই শেষ হলেও দুই দেশের লড়াই চলছিল মাঠের বাইরে। তবে সেই আউট নিয়ে এতদিন পর্যন্ত লিটনের মুখে কোনও কথা শোনা যায়নি।

আরও পড়ুন-  ছয়ে ছক্কা প্রথম আফগানের! অল্পের জন্য রক্ষা পেল গেইল-যুবরাজের রেকর্ড

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ সামনে। অনুশীলনে এসে লিটন দাস মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। আর জানিয়ে গেলেন, সেদিনের স্টাম্প আউট নিয়ে তাঁর অবস্থান কী! তিনি কী মনে করেন, সেদিন আউট ছিলেন নাকি তাঁকে অন্যায়ভাবে আউট দেওয়া হয়েছিল! লিটন বললেন, ''আরও কিছুক্ষণ ক্রিজে টিকে থাকতে পারল ভাল হত। সেটা দলের জন্য, আমার জন্যও। চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হই। আর ওই আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন, তা হলে সেটা আউটই। এই নিয়ে আমার নতুন করে এতদিন পর আর কিছুই বলার নেই।''

.