কাল লর্ডসেও সেই জোড়া 'হাফ বোলার' নিয়ে নামছে ভারত
লর্ডসেও পাঁচ বোলার নিয়েই নামতে চলেছে ভারতীয় দল। ফলে রবীন্দ্র জাদেজা ও স্টুয়ার্ট বিনিকে খেলানো নিয়ে যতই সমালোচনা হোক না কেন লর্ডস টেস্টে দল অপরিবর্তিতই রাখতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ট্রেন্টব্রিজে বল হাতে জাদেজা এবং বিনির পারফরম্যান্সের পর লর্ডসে তাদের বাদে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রাক্তনরা।
তাদের যুক্তি ছিল জাদেজার পরিবর্তে স্পেশালিস্ট স্পিনার হিসেবে অশ্বিনকে খেলানো হোক লর্ডসে। উল্টোদিকে বিনিকে অলরাউন্ডার হিসেবে নেওয়া হলেও বল হাতে তেমন কিছু করতে পারেননি। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে আটাত্তর রান করলেও প্রাক্তন ক্রিকেটাররা মনে করেন টেস্টের আসরে স্পোশালিস্ট ব্যাটসম্যান খেলানোই উচিত। সেক্ষেত্রে রোহিত শর্মাকে মিডল অর্ডারে খেলানোর পরামর্শ দিয়েছেন তারা। যদিও ধোনি-ফ্লেচার জুটি সেপথে হাঁটতে নারাজ।