রাজপুত্র রেহাই পেলেও কর ফাঁকি মামলায় মেসির বাবার জেল হচ্ছেই

কর ফাঁকি মামলায় লিওনেল মেসি ছাড় পেলেও অভিযুক্ত  তার বাবা জর্জ। জরিমানা ছাড়াও আঠেরো মাস পর্যন্ত হাজতবাস হতে পারে মেসির বাবার। ২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে ফুটবলের যুবরাজ ও তার বাবার বিরুদ্ধে। যা নিয়ে মামলা চলছিল দীর্ঘ দিন ধরে।

Updated By: Oct 7, 2015, 06:41 PM IST
রাজপুত্র রেহাই পেলেও কর ফাঁকি মামলায় মেসির বাবার জেল হচ্ছেই

ওয়েব ডেস্ক: কর ফাঁকি মামলায় লিওনেল মেসি ছাড় পেলেও অভিযুক্ত  তার বাবা জর্জ। জরিমানা ছাড়াও আঠেরো মাস পর্যন্ত হাজতবাস হতে পারে মেসির বাবার। ২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে ফুটবলের যুবরাজ ও তার বাবার বিরুদ্ধে। যা নিয়ে মামলা চলছিল দীর্ঘ দিন ধরে।

মেসির আর্থিক বিষয় পুরোটাই সামলান তার এজেন্ট তথা বাবা জর্জ। বাবার নির্দেশ মতোই কাজ করেছিলেন আর্জেন্টিনার সেরা তারকা। কোর্টে দাঁড়িয়ে জর্জ বলেন আর্থিক লেনদেনের বিষয়ে কিছুই জানেন না তার ছেলে। এরপরই মেসি ছাড় পান। তবে স্পেনের বিচারপতি মেসির বাবার হাজতবাসের জন্য সওয়াল করেছেন। 

Tags:
.