টিপস দেওয়ার ক্ষেত্রে ধোনিও অনেক সময় ভুল করেন, দাবি কুলদীপ যাদবের

সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক নিয়ে কুলদীপ যা মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু বিতর্ক বাঁধতেও পারে।

Updated By: May 14, 2019, 10:51 PM IST
টিপস দেওয়ার ক্ষেত্রে ধোনিও অনেক সময় ভুল করেন, দাবি কুলদীপ যাদবের

নিজস্ব প্রতিবেদন :  বিশেষজ্ঞরা বলেন মহেন্দ্র সিং ধোনির সাহচর্যেই নাকি অধিনায়ক বিরাট পরিণত হচ্ছেন। বিশ্বকাপে ধোনি-কোহলি যুগলবন্দীই টিম ইন্ডিয়াকে ট্রফি এনে দিতে পারে বলেও বাজি ধরেছেন প্রাক্তণীরা। বিশেষ করে উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনিই ফিল্ডার সাজান। এমনকী ওভারের মাঝে এসে বোলারদের সঙ্গেও কথা বলে যান। উইকেটের পিছনে ধোনি থাকা মানে একজন বোলারের অর্ধেক কাজ হয়ে যায়। টিপস দেওয়ার ক্ষেত্রে ধোনিও অনেক সময় ভুল করেন। এমনই দাবি করেন কুলদীপ যাদব।

সদ্য শেষ হওয়া আইপিএলকে হয়তো দ্রুত ভুলে যেতে চাইবেন কুলদীপ যাদব। বিশ্বকাপের আগে দেশের মাটিতে পারফরম্যান্স একেবারে তলানিতে। আত্মবিশ্বাসে আঘাত পেয়েছে। তবে কুলদীপের সেই আত্মবিশ্বাস ফিরে পেতে জিওন কাঠি হতে পারে CEAT আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স অফ দ্য ইয়ার পুরস্কার। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক নিয়ে কুলদীপ যা মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু বিতর্ক বাঁধতেও পারে।

আরও পড়ুন - আইসিসি-র প্রথম মহিলা ম্যাচ রেফারি হলেন ভারতের জিএস লক্ষ্মী

কুলদীপ বলেন, "ক্রিকেট মাঠে চাপের মুহূর্তে ধোনির মতো সিদ্ধান্ত সত্যিই খুব কম ক্রিকেটারই নিতে পারেন। তবে টিপস দেওয়ার ক্ষেত্রে কখনও কখনও ধোনিরও ভুল হয়৷ এমন উদাহরণও আছে! যেখানে ধোনির প্ল্যানিং ভুল ছিল৷" সঙ্গে তিনি যোগ করেন, " ধোনি খুব একটা কথা বলেন না৷ কোনও ভুল শুধরাতে হলে বা কোনও কিছু বলতে চাইলে সেটা ওভারের মাঝেই বলে দেন৷" প্রসঙ্গত ২০১৮ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং সাজানো নিয়ে ধোনির সঙ্গে কুলদীপের কথা কাটাকাটি হয়েছিল।

.