MS Dhoni: পাকিস্তানের কাছে হারবেই ভারত! ২০১৬ সালে কলকাতায় ভবিষ্যদ্বাণী করেন ধোনি
ধোনির সেই পুরনো সাংবাদিক বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিজস্ব প্রতিবেদন: এক না একদিন ভারতকেও বিশ্বকাপের (পঞ্চাশ এবং কুড়ি ওভারের) মঞ্চে পাকিস্তানের কাছে হারতে হবে! রেকর্ড আজীবন অক্ষত থাকবে না। আজ থেকে পাঁচ বছর আগে এই ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন এমএস ধোনি (MS Dhoni)। তখন তিনি ছিলেন ভারতের টি-২০ দলের অধিনায়ক। সদ্যসমাপ্ত ভারত-পাক মহারণের শেষে ধোনির সেই পুরনো সাংবাদিক বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Some words said by ms dhoni back in 2016 #INDvPAK #PakVsInd pic.twitter.com/UA0s2TSd32
(@hmcric45) October 24, 2021
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। সেবার সুপার টেনের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শাহিদ আফ্রিদির পাকিস্তানকে কুড়ি ওভারের মধ্যে ১১৮ রানে বেঁধে ফেলেছিল ধোনির ভারত। জবাবে বিরাট কোহলির ব্যাটে (৩৭ বলে ৫৫) ভর করে ভারত ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। সেই ম্যাচের পর ধোনি সাংবাদিক বৈঠকে বলেন, "এটা মেনে নিতে হবে যে, এক না একটা সময় এসে আমরাও পাকিস্তানের কাছে হারব। এই রেকর্ড এক থাকবে না। আজ না হোক, ১০, ২০ বা ৫০ বছর পরে হলেও ঘটবে। সেরকম সুযোগ পাকিস্তান পাবেই।"
আরও পড়ুন: WT20, Shoaib Akhtar: বিশেষ প্রাণীর নামেই আফ্রিদির নতুন নামকরণ আখতারের
এর আগে বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। ভারতের পক্ষে রেকর্ড ছিল ১২-০। কিন্তু ১৩তম সাক্ষাতে পাকিস্তানের ভাগ্যের চাকা ঘুরে গেল। ভারতকে হারানোর স্বাদ পেল তারা। সৌজন্যে পাক ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে পাকিস্তান দুবাইয়ে ১০ উইকেটে জিতে যায় হাতে ১৩ বল বাকি রেখে। দুই পাক ওপেনারই ম্যাচ জিতিয়ে দেন। ক্যাপ্টেন বাবর আজম (৫২ বলে ৬৮) ও মহম্মদ রিজওয়ান (৫৫ বলে ৭৯) অপরাজিত থেকে ইতিহাস লেখেন মরুদেশে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)