অস্ট্রেলিয়ান ওপেন জিতে এক নম্বর হলেন জাপানের নাওমি ওসাকা
দ্বিতীয় সেট লড়াই করেও উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার কাছে টাইব্রেকারে হেরে যান তিনি।
নিজস্ব প্রতিবেদন : মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতেছিলেন ২০১৮ সালে। আর ২০১৯ সালে মরশুমের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন জাপানের নাওমি ওসাকা। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জাপানের ২১ বছর বয়সী টেনিস তারকা। এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জয় ওসাকার।
"Huge congrats to Petra. I've always wanted to play you. You've been through so much, honestly I wouldn't have wanted this to be our first match."@Naomi_Osaka_ is all class #AusOpen pic.twitter.com/8WxY6PVNc2
— #AusOpen (@AustralianOpen) January 26, 2019
শনিবার মহিলাদের সিঙ্গলসে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার মুখোমুখি হয়েছিলেন জাপানের পেত্রা কেভিতোভা। হাড্ডাহাড্ডি লড়াইয়েরক পর প্রথম সেট টাইব্রেকারে জিতে নেন ওসাকা। দ্বিতীয় সেট লড়াই করেও উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার কাছে টাইব্রেকারে হেরে যান তিনি। কিন্তু তিন নম্বর সেটে ফের বাজিমাত করেন জাপানি টেনিস তারকা। খেলার ফল ওসাকার পক্ষে ৭-৬, ৫-৭, ৬-৪।
One year ago, Naomi Osaka was world No.72.
Today, she's the world No.1 and a 2x Grand Slam champ.#AusOpen pic.twitter.com/OLZG94yZrY
— #AusOpen (@AustralianOpen) January 26, 2019
চার মাসের ব্যবধানে পর পর দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতে সিমোনা হালেপকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেনিস তারকা এখন জাপানের নাওমি ওসাকা। সেই সঙ্গে এশিয়ার প্রথম টেনিস তারকা হিসেবে এক নম্বর টেনিস তারকা হলেন ওসাকাই।
আরও পড়ুন - নাদাল বনাম জোকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে মহারণের অপেক্ষায় টেনিস বিশ্ব