WATCH | Navdeep Saini | Washington Sundar: অভিষেকেই পাঁচ ! কাউন্টিতে আগুনে বোলিং নভদীপ-ওয়াশিংটনের

নভদীপেরই জাতীয় দলের সতীর্থ ওয়াশিংটন সুন্দরও কাউন্টি অভিষেকে পাঁচ উইকেট তুলে নিয়েছেন।

Updated By: Jul 21, 2022, 03:47 PM IST
WATCH | Navdeep Saini | Washington Sundar: অভিষেকেই পাঁচ ! কাউন্টিতে আগুনে বোলিং নভদীপ-ওয়াশিংটনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের ডান হাতি জোরে বোলার নভদীপ সাইনি (Navdeep Saini) পাড়ি দিয়েছেন বিদেশে। ইংলিংশ কাউন্টি ক্লাব কেন্টের (Kent) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টিম ইন্ডিয়ার ব্রাত্য পেসার। বিদেশের মাটিতে প্রথম ম্যাচেই চমকে দিয়েছেন নভদীপ।

কাউন্টিতে আগুনে অভিষেক করলেন হরিয়ানার ২৯ বছরের বোলার। বার্মিংহ্যামের এজবাস্টনে ওয়ারউইকশায়ারের (Warwickshire) বিরুদ্ধে একাই তুলে নিলেন পাঁচ উইকেট। ক্রিস বেঞ্জামিন, ড্যান মাউসলে, মিশেল বার্জেস, হেনরি ব্রুকস ও ক্রেগ মাইলসকে আউট করেছেন সাইনি। ফাইভ-ফরে কাউন্টি অভিষেক স্মরণীয় করলেন তিনি। তাঁর বোলিংয়ের সৌজন্যে ওয়ারউইকশায়ারের প্রথম ইনিংসে ২২৫ রানের গুটিয়ে যায়।

নভদীপেরই জাতীয় দলের সতীর্থ ওয়াশিংটন সুন্দরও কাউন্টি অভিষেকে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। ল্যাঙ্কাশায়ারের জার্সিতে নর্দ্যাম্পটশায়ারের বিরুদ্ধে ঝাপ রাখলেন চেন্নাইয়ের বছর বাইশের অফ-স্পিনার। সুন্দর উইল ইয়ং, রব কিয়গ, রায়ান রিকলটন, টম টেলর ও লুইস ম্যাকম্যানাসকে আউট করেছেন। ২০১৭ সালে ওয়াশিংটন ভারতের হয়ে টি-২০ ও একদিনের ক্রিকেটে অভিষেক করেছিলেন। ২০২১ সালে তিনি খেলেন প্রথম টেস্ট। চলতি বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে খেলেছিলেন ভারতের হয়ে।

২০১৯ সালে নভদীপ ভারতের হয়ে টি-২০ ও ওয়ানডে অভিষেক করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এর ঠিক দু'বছর পর টেস্ট জার্সি গায়ে চাপান তিনি। ২টি টেস্ট (৪ উইকেট), ৮টি ওয়ানডে (৬টি উইকেট) ও ১১টি টি-২০ (১৩ উইকেট) খেলা নভদীপ শেষবার দেশের জার্সিতে গত জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ খেলেছেন। এরপর থেকে তিনি ভারতীয় দলে ব্রাত্য। এজবাস্ট টেস্টে নভদীপকে নেট বোলার হিসাবে দেখা গিয়েছিল। এর পাশাপাশি নভদীপ আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছন।

সাইনি-সুন্দর ছাড়াও চেতেশ্বর পূজারা (সাসেক্স) ও উমেশ যাদব (মিডলসেক্স) কাউন্টি খেলছেন। অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া দ্রুত ওয়ারউইকশায়ারের হয়ে রয়্যাল ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলবেন দ্রুত।

আরও পড়ুন: Wasim Akram | ODI Cricket : অনেক হয়েছে! এবার বন্ধ হোক ওয়ানডে, কড়া বার্তা আক্রমের

আরও পড়ুন: World Test Championship Rankings: শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বিরাট সুবিধা করে দিল পাকিস্তান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.