পাকিস্তানে খেলতে চাইছে না কোনও দেশ, অস্ট্রেলিয়ার দরজায় কড়া নাড়ছে পিসিবি
বিশ্বকাপের আগে ভালরকম প্রস্তুতি সারতে চাইছে পাকিস্তান।
নিজস্ব প্রতিনিধি : বছর সাতেক আগের ঘটনা। কিন্তু ঘটনার স্মৃতি যেন এখনও উস্কে উঠছে ক্রিকেটারদের মনে। সন্ত্রস্ত স্মৃতি। ভয়ের স্মৃতি। আর সে জন্য পাকিস্তানের মাটিতে আর খেলতে যেতে চাইছেন না কেউ। লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল সেবার। পুরো ক্রিকেটবিশ্ব এমন একখানা হানায় ভাত, সন্ত্রস্ত হয়ে পড়েছিল। গোটা দুনিয়ার কাছ থেকে সমালোচনা হজম করতে হয়েছিল পাক প্রশাসনকে। তার পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কার্যত ম্যাচ। ২০১৫ সালে জিম্বাবোয়ে ক্রিকেট দল কঠোর নিরাপত্তার প্রদানের শর্তে পাকিস্তানে সিরিজ খেলতে রাজি হয়েছিল। ব্যস, তার পর থেকেই পিসিবির হাজারো কাকুতি-মিনতির পরও কেউ খেলতে আসছে না। এবার অস্ট্রেলিয়ার দরজায় কড়া নেড়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে এখনও সদুত্তর আসেনি।
আরও পড়ুন- রনজি না খেলে কেন কমেন্ট্রি করছেন, খোলসা করলেন রবিন উথাপ্পা
আগামী বছর মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ভালরকম প্রস্তুতি সারতে চাইছে পাকিস্তান। তাই দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে একটি ওয়ান-ডে সিরিজ খেলার প্রস্তাব দিতে চাইছে পাক বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, আগামী মার্চ এবং এপ্রিল নাগাদ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে পিসিবি চাইছে, সেই সিরিজের অন্তত দুটি ম্যাচ যেন পাকিস্তানের মাটিতে আয়োজন করা যায়। এমনই প্রস্তাব নিয়ে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনায় বসবে পিসিবি। পাক বোর্ড অবশ্য এরই মধ্যে জানিয়েছে, অস্ট্রেলিয়া বোর্ড নাকি তাদের এমন প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়ে রেখেছে। এদিকে, অন্য সূত্র থেকে জানা যাচ্ছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে ইংল্যান্ডে সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। প্রসঙ্গত, ১৯৯৮ সালের পর আর পাকিস্তানে কোনও সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া।