Rashid Khan: বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রশিদের অনন্য মাইলস্টোন

Rashid Khan Becomes Second Ever Cricketer to Achieve This T20 Feat: আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ফের এক মাইলস্টোন স্থাপন করলেন। টি-২০ ক্রিকেটে ডোয়েন ব্র্যাভোর পর অসাধারণ এক কৃতিত্বের অধিকারী হলেন তিনি। 

Updated By: Jan 24, 2023, 04:45 PM IST
Rashid Khan: বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রশিদের অনন্য মাইলস্টোন
রশিদের ফের অনন্য কীর্তি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আফগানিস্তান স্পিনার রশিদ খান (Rashid Khan) টি-২০ ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা বোলারদেরই একজন। এখনই 'স্পিন কিং' তকমা পেয়েছেন তিনি। এবার রশিদের মুকুটে যুক্ত হল আরও একটি অনন্য় পালক। রশিদ এই মুহূর্ত দক্ষিণ আফ্রিকায় এসএটোয়েন্টি (SA20) লিগ খেলছেন এমআই কেপ টাউনের (MI Cape Town) হয়ে। এই দলের হয়েই মাইলস্টোন লিখলেন রশিদ। তিনি এখন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন। রশিদের ঘূর্ণিতে ৫০০ উইকেট চলে এল। রশিদের আগে শুধু ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। ব্র্যাভোর ঝুলিতে আছে ৬১৪ উইকেট। রশিদের উইকেট সংখ্যা কাঁটায় কাঁটায় ৫০০। রশিদ ট্যুইটারে লিখেছেন, 'আপনাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া এটা সম্ভব হত না। ধন্যবাদ।'২০১৫ সাল থেকেই বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে রশিদের ভয়ংকর চাহিদা। ডজনখানেকের বেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন রশিদ।

আরও পড়ুনRohit Sharma, IND vs NZ: ২০২০-র পর ২০২৩, ১৬ ইনিংস পরে শতরানের মুখ দেখলেন 'হিটম্যান'

গত নভেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে হেরেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশে সুপার টুয়েলভ পর্যায়ে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতায় দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন মহম্মদ নবি । নবি চলে যাওয়ায় অধিনায়কত্বের আসন ফাঁকাই ছিল। সেই জায়গায় গত ডিসেম্বরে এসেছেন রশিদ । আফগানিস্তানের স্টার স্পিনারের ওপরেই ফের আস্থা রেখেছে আফগানিস্তান। দায়িত্ব পেয়ে রশিদ বলেছিলেন, 'অধিনায়কত্ব অনেক বড় দায়িত্ব। এর আগেও দেশকে নেতৃত্ব দিয়েছি। এই দলটা দারুণ। ওদের সঙ্গে আমার ভালো বোঝাপড়া রয়েছে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওদের সঙ্গে। আমরা একসঙ্গে নিজেদের বেঁধে রাখব। কঠোর পরিশ্রম করে দেশকে গর্বিত করব।' দেশ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন রশিদ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.