মায়োরকাকে হারিয়ে ফের লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগায় রিয়ালের আর সাত ম্যাচ বাকি। সব ম্যাচ জিতলেই ২০১৭ সালের পর লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে জিদানের দল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 25, 2020, 01:42 PM IST
মায়োরকাকে হারিয়ে ফের লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: লা লিগায় যেন সাপ-লুঠোর খেলা চলছে। মঙ্গলবার রাতে বিলবাওকে হারিয়ে লা লিগার শীর্ষে চলে এসেছিল মেসির বার্সেলোনা। ২৪ ঘণ্টার মধ্যেই মেসিদের এক নম্বর স্থান থেকে সরিয়ে দিল রিয়াল মাদ্রিদ। মায়োরকাকে হারিয়ে ফের লা লিগার শীর্ষে চলে এল জিদানের দল। বুধবার রাতে ঘরের মাঠে দুই-শূন্য গোলে জিতল স্প্যানিশ জায়ান্টরা।

প্রথমার্ধে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিশিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধে দুরন্ত ফ্রিকিক থেকে রিয়ালের জয় নিশ্চিত অধিনায়ক করেন সের্জিও র‍্যামোস। চলতি লা লিগায় তারকা ডিফেন্ডারের এটি অষ্টম গোল। লা লিগায় এক মরশুমে র‍্যামোসের এটাই সর্বোচ্চ গোল। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্টে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার পয়েন্ট সমান হলেও, হেড টু হেড রেকর্ডে এগিয়ে লুকা মদ্রিচরা। লা লিগায় রিয়ালের আর সাত ম্যাচ বাকি। সব ম্যাচ জিতলেই ২০১৭ সালের পর লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে জিদানের দল।

 

 

রিয়ালের কাছে হারলেও বুধবার রাতে নয়া কীর্তি গড়লেন মায়োরকার পনেরো বছরের লুকা রোমেরো। লা লিগায় ইতিহাসে রোমেরোই হলেন সর্বকনিষ্ঠ ফুটবলার।

আরও পড়ুন - আজ চেলসির বিরুদ্ধে সিটি পয়েন্ট নষ্ট করলেই EPL চ্যাম্পিয়ন লিভারপুল!

.