গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন সাইন নেহওয়াল

ভারতের পক্ষে দুঃসংবাদ! গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

Updated By: Jul 18, 2014, 05:35 PM IST
গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন সাইন নেহওয়াল

হায়দরাবাদ: ভারতের পক্ষে দুঃসংবাদ! গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে সোনা বিজয়ী সাইনা শুক্রবার গ্লাসগোগামী দলের সঙ্গে যেতে পারবেন না বলে জানিয়ে দেন।

গত মাসে অস্ট্রেলিয়াতে সুপার সিরিজ জেতার পর সাইনাই গ্লাসগোতে ফেভারিট ছিলেন। কিন্তু পায়ের আঘাতে জর্জরিত সাইনা গত কয়েকদিন ধরে ভাল করে প্রাকটিসও করতে পারেননি। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর গত কয়েক সপ্তাহ ধরে কোর্টেই যেতে পারেননি ভারতের ১ নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা।

সাইনা বা তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদ কেউই এই নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েসন অফ ইন্ডিয়া (বিএআই) সূত্রে খবর প্রেসিডেন্ট অখিলেশ দাসগুপ্ত শেষ পর্যন্ত চেষ্টা করে ছিলেন যাতে সাইনা কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেন। কিন্তু তাঁর চেষ্টা ফলপ্রসূ হয়নি।

সাইনার অবর্তমানে মহিলা বিভাগে ভারতের ব্যাডমিন্টনের সব আশা নির্ভর করছে পিভি সিন্দু ও জোয়ালা-অশ্বিনী জুটির উপর।

 

.