শাহরুখ খানের জিরো-র প্রোমোশন করছেন পাক অধিনায়ক, বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের

২০১৮ সালে সব মিলিয়ে নটা টেস্ট খেলেছে পাকিস্তান। তার মধ্যে তারা জিতেছে মাত্র চারটে ম্যাচ।

Updated By: Dec 30, 2018, 12:04 PM IST
শাহরুখ খানের জিরো-র প্রোমোশন করছেন পাক অধিনায়ক, বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের

নিজস্ব প্রতিনিধি : পড়শি দেশের ক্রিকেটে এমন গৃহযুদ্ধ এই প্রথম নয়। বরাবরাই পাকিস্তান ক্রিকেটাররা একে অন্যের সমালোচনা এভাবেই করেন। এর আগেও বহুবার শাহিদ আফ্রিদিকে দলের একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। তবে শোয়েব আখতার সাধারণত দেশজ ক্রিকেটারদের নিন্দা-চর্চা থেকে এতদিন দূরেই থেকেছেন। কিন্তু বিষয়টার সঙ্গে যখন দেশের ক্রিকেট মর্যাদা জড়িয়ে পড়ে তখন তিনি চুপ করে থাকেন কী করে! তাই বলে এভাবে দেশের ক্রিকেট অধিনায়কের সমালোচনা করবেন! 

আরও পড়ুন-  মেলবোর্নে ঐতিহাসিক টেস্ট জয়, অপমানের প্রতিশোধ নিলেন বিরাট কোহলি

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। এমনকী পাকিস্তান ক্রিকেটের জন্যও ২০১৮ বছরটা একেবারেই ভাল যায়নি। তবে ক্যাপ্টেনের লাগাতার ব্যর্থতা এবার সমালোচনার জন্ম দিয়েছে। টেস্ট ক্রিকেটে একের পর এক ইনিংসে রান পাচ্ছেন না সরফরাজ। তার জেরে পাক ক্রিকেট মহলের একাংশ সরফরাজের অপসারণেরও দাবি তুলতে শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন সরফরাজ। তার পরই তাঁকে সমালোচনায় বিদ্ধ করছেন প্রাক্তনরা। এবার সরফরাজকে তুলোধনা করলেন শোয়েব আখতার। বললেন, ''আমি শুনলাম, সরফরাজ নাকি শাহরুখ খানের জিরো সিনেমার প্রোমোশন করছে! আসলে এই ধরণের সমালোচনা ওকে শুনতে হবে। ক্যাপ্টেন হিসাবে ভাল পারফর্ম করতে না পারলে এমন সমালোচনা চলবে।''

আরও পড়ুন-  ওকে আউট করার দরকার নেই, অজি ক্যাপ্টেনকে অভিনব শব্দে স্লেজিং ফেরালেন পন্থ

২০১৮ সালে সব মিলিয়ে নটা টেস্ট খেলেছে পাকিস্তান। তার মধ্যে তারা জিতেছে মাত্র চারটে ম্যাচ। সেই চারটে ম্যাচের মধ্যে একটা আবার অপেক্ষাকৃত দুর্বল দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে অফ-টেস্ট ছিল। এই নটা ম্যাচে সরফরাজের রান ৩৩৭। গড় ২৪.০৭। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবু ধাবিতে পর পর দুই ইনিংসে দুটি অর্ধশতরান করেছিলেন সরফরাজ। এই বছর ওটাই তাঁর সেরা পারফরম্যান্স। অধিনায়েকের এত খারাপ পারফরম্যান্স ঘিরে এবার পাক ক্রিকেটে সমালোচনার ঝড় উঠেছে। তবে জাভেদ মিয়াঁদাদের মতো প্রাক্তনরা আবার সরফরাজের পাশে দাঁড়িয়েছেন। মিয়াঁদাদ বলেছেন, ''চারপাশের এত চাপ নিয়ে মাথা ঘামিও না। বরং নিজের মতো করে দলকে নেতৃত্ব দিতে থাকো। ব্যক্তিগত পরিসংখ্যান দিয়ে দল চালানো যায় না। গোটা দল কী করছে সেটা দেখতে হয়। আমার কাছে সরফরাজ এই মুহূর্তে দেশের সেরা কিপার যে কি না দলের প্রয়োজনে রানও করতে পারে। আর টেস্ট অধিনায়ক হিসাবে সরফরাজের বিকল্প আমাদের হাতে এখন তৈরি নেই। দলে অনেক ক্রিকেটার রয়েছে যারা একটানা ব্যর্থ। তাদের ছেড়ে সব দোষ সরফরাজকে দেওয়ার মানে হয় না।''

.