দ্রোণাচার্য পুরস্কারের জন্য ৫ জন 'সিং'য়ের নাম ঘোষণা করল ক্রীড়া মন্ত্রক

অর্জুন পুরস্কারের পর এবার ২০১৫ দ্রোণাচার্য পুরস্কারের নাম ঘোষণা করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। মোট ৫টি নামের মধ্যে কুস্তি কোচ অনুপ সিং এবং প্যারা অলিম্পিক কোচ নাভাল সিংয়ের নামকে অনুমোদন করেছে সরকার।

Updated By: Aug 25, 2015, 04:06 PM IST
দ্রোণাচার্য পুরস্কারের জন্য ৫ জন 'সিং'য়ের নাম ঘোষণা করল ক্রীড়া মন্ত্রক

ওয়েব ডেস্ক: অর্জুন পুরস্কারের পর এবার ২০১৫ দ্রোণাচার্য পুরস্কারের নাম ঘোষণা করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। মোট ৫টি নামের মধ্যে কুস্তি কোচ অনুপ সিং এবং প্যারা অলিম্পিক কোচ নাভাল সিংয়ের নামকে অনুমোদন করেছে সরকার।

২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে নামের তালিকা দিয়েছিল দ্রোণাচার্য পুরস্কার কমিটি। অনুপ সিং ও নাভাল সিং ছাড়াও নিহার আমিন (সাঁতার), এস আর সিং (বক্সিং) এবং হারবান সিং (অ্যাথেলেটিক)-এই তিন জনকে 'লাইফটাইম অ্যাচিভম্যান্ট ক্যাটাগরি'তে পুরস্কৃত করার কথাও ভাবছে ক্রীড়া মন্ত্রক। তাদের বিগত ২০ বছরের সাফল্যেই ক্রীড়া মন্ত্রক এই ভাবনাচিন্তা করছে। 

.