ব্রডের মাইলস্টোনের দিনেই উইন্ডিজকে উড়িয়ে উইজডেন ট্রফি জিতে নিল ইংল্যান্ড

রবিবার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পেয়েছিলেন ব্রড-অ্যান্ডারসনরা। কিন্তু বৃষ্টির কারণে চতুর্থ দিন একটাও বল খেলা হয়নি

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 28, 2020, 08:55 PM IST
ব্রডের মাইলস্টোনের দিনেই উইন্ডিজকে উড়িয়ে উইজডেন ট্রফি জিতে নিল ইংল্যান্ড
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  সাউদাম্পটনে প্রথম টেস্টে হেরেও ওল্ড ট্র্যাফোর্ডে পর পর দুটো টেস্ট জিতে তিন টেস্টের সিরিজ পকেটে পুরে ফেলল ইংল্যান্ড। তৃতীয় তথা শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানে হারাল ব্রিটিশরা। করোনা পরবর্তী সময়ে প্রথম আন্তর্জাতিক সিরিজ জিতে নিল জো রুট, বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রডরা।

রবিবার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পেয়েছিলেন ব্রড-অ্যান্ডারসনরা। কিন্তু বৃষ্টির কারণে চতুর্থ দিন একটাও বল খেলা হয়নি। ইংল্যান্ড আর জয়ের মাঝখানে দাঁড়িয়েছিল বৃষ্টি। এরপর পঞ্চম দিনে ব্রড আর ওকসের দাপুটে বোলিংয়ে ৩৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রেথওয়েটকে এলবিডব্লিউ আউট করতেই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট ঝুলিতে পুরে ফেলেন ব্রড। জেমস অ্যান্ডারসনের (৫৮৯ উইকেট ) পর ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন স্টুয়ার্ট ব্রড। ১৪০ তম টেস্টে এই নজির গড়লেন ব্রড। বিশ্বের সপ্তম বোলার হিসেবে এই ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:
(টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ)

ইংল্যান্ড (প্রথম ইনিংস): ৩৬৯
ওলি পোপ-৯১, জোস বাটলার-৬৭, রয় বার্নস-৫৭
(ওয়েস্ট ইন্ডিজ বোলিং: কেমার রোচ-৭২/৪)
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ১৯৭
জেসন হোল্ডার-৪৬
(ইংল্যান্ড বোলিং: স্টুয়ার্ট ব্রড-৩১/৬)

ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ২২৬/২ ডিক্লেয়ার
ডোম সিবলি-৫৬, জো রুট-৬৮*, রয় বার্নস-৯০
ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস): ১২৯
সাই হোপ-৩১
(ইংল্যান্ড বোলিং: স্টুয়ার্ট ব্রড-৩৬/৪, ক্রিস ওকস-৫০/৫ )

* ২৬৯ রানে জয়ী ইংল্যান্ড। সিরিজ ২-১ ব্যাবধানে জিতল ব্রিটিশরা।

 

আরও পড়ুন - লকডাউনে কলকাতায় ৪ মাস আটকে! অবশেষে বাড়ির পথে বাগানের ক্যারিবিয়ান ডিফেন্ডার  

.