Coronavirus: FIFA-WHO যৌথ উদ্যোগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে মেসিদের সঙ্গে হাত মেলালেন সুনীল ছেত্রীও
ফুটবল সমাজকে এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার বার্তা দিচ্ছেন ফিফা সভাপতি।
নিজস্ব প্রতিবেদন:মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে লিওনেল মেসিদের সঙ্গে হাতে হাত মেলালেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)সঙ্গে যৌথভাবে করোনা মোকাবিলায় মাঠে নামল বিশ্ব ফুটবলের সর্বময় সংস্থা ফিফা(FIFA)।
২৮ জন ফুটবলারকে নিয়ে প্রচারে নামল ফিফা। বিভিন্ন দেশের বর্তমান ও প্রাক্তন ফুটবলাররা রয়েছেন এই প্রচারে। বিশ্বখ্যাত ফুটবলারদের তালিকায় আছেন লিওনেল মেসি, ফিলিপ লাম, কার্লোস পুয়োল। আর সঙ্গে রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও।
Hands
Elbow
Face
Distance
Feel
Let some of football's biggest names tell you what you need to be doing to help tackle #COVID19.
Learn more https://t.co/iDwqhk1Nor@WHO | @GaryLineker | @Alissonbecker
@CarliLloyd | @teammessi | @setoo9 pic.twitter.com/cbW2o2hWuC— FIFA.com (@FIFAcom) March 23, 2020
১৩ টি ভাষায় তৈরি ভিডিয়ো বার্তার মাধ্যমে সবাইকে সচেতন করা হবে। 'Pass the message to kick out coronavirus'- নামের এই সচেতনতা প্রচারের মাধ্যমে মেসিরা তুলে ধরবেন কীভাবে করোনাভাইরাসকে মাঠের বাইরে পাঠানো যায়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের বার্তায় জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দরকার টিম গেম। স্বাস্থ্য সবার আগে । তাই FIFA-WHO এর সঙ্গে হাত মিলিয়েছে। ফুটবল সমাজকে এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার বার্তা দিচ্ছেন ফিফা সভাপতি।
আরও পড়ুন - করোনার থাবায় অর্নিদিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপা লিগ ফাইনাল