"দ্য মাস্টার ক্লাস', ব্যাটিং-এর মন্ত্র শেখাবেন সচিন

২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের মত কঠিন ব্যাটিং পিচে কিভাবে সাফল্য পাবে ব্যাটসম্যানরা? সাফল্য পাওয়ার পাঠশালায় শিক্ষক এবার লিটল মাস্টার। এবারের

Updated By: Feb 12, 2015, 12:45 PM IST
"দ্য মাস্টার ক্লাস', ব্যাটিং-এর মন্ত্র শেখাবেন সচিন

ওয়েব ডেস্ক: ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের মত কঠিন ব্যাটিং পিচে কিভাবে সাফল্য পাবে ব্যাটসম্যানরা? সাফল্য পাওয়ার পাঠশালায় শিক্ষক এবার লিটল মাস্টার। এবারের

বিশ্বকাপে ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকার এবার ব্যাটিংয়ে সাফল্য পাওয়ার মন্ত্র শেখাবেন।   
 
১৯৯২ থেকে ২০১১ সর্বমোট ৬টি বিশ্বকাপ খেলেছেন সচিন। ক্রিকেটের সমস্ত অভিজ্ঞতাকে ওয়ার্ল্ড কাপ কলামে তুলে ধরবেন লিটিল মাস্টার।

"পার্থ ও ব্রিসবেনের মত বাউন্সি উইকেটে পেস আর বাউন্সকে বুঝতে পারলেই,যে কোনও  বোলিং কে চাপে রাখতে পারবেন ব্যাটসম্যানরা', মন্তব্য সচিনের। তিনি আরও বলেন," বোলাররা ভালো

স্পট বেছে নিয়ে গুড লেন্থের সঙ্গে বাউন্সের ব্যাবহার করলে ব্যাটসম্যানদের আটকানোটা অনেকটাই সহজ হয়ে যাবে।''

 নিউজল্যান্ডে খেলার সময় ব্যাটসম্যানদেরকে অবশ্যই হাওয়ার গতিপ্রকৃতি বুঝে ব্যাট করতে হবে বলে জানিয়েছেন সচিন।  হাওয়ার বিরিদ্ধে ব্যাটিং করা ও সুইং বোলিংকে সামলানো সবসময় সহজ

হয় না। অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের মাঠের আকার ও দৈর্ঘ্য নিয়েও ব্যাটসম্যানদের সতর্ক থাকা দরকার।'' মত সচিনের।    

আইসিসি ওয়ার্ল্ডকাপে ৪৫ টি ম্যাচ খেলে ২,২৭৮ রান করেছেন সচিন। যা এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড। ২০১১ সালের বিশ্বকাপে ভারতের বিশ্বকাপ জয়ে সচিনের ৪৮২ রানও এর মধ্যে উল্লেখযোগ্য

ভূমিকা পালন করেছিল। ২০০৩ সালের বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন সচিন তেন্ডুলকার।  

 

.