Mirabai Chanu: খুদে 'চানু'তে মোহিত দেশের 'রুপোর মেয়ে' নিজেই, দেখুন ভিডিয়ো

এই ভিডিয়ো সতীশ শেয়ার করার পরেই ভাইরাল হয়ে গিয়েছে।

Updated By: Jul 27, 2021, 01:16 PM IST
Mirabai Chanu: খুদে 'চানু'তে মোহিত দেশের 'রুপোর মেয়ে' নিজেই, দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: দেশের 'রুপোর মেয়ে' মীরাবাঈ চানু (Mirabai Chanu) এখনই আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে গিয়েছেন। তারই প্রমাণ দিলেন ভারতেরই আরেক চ্যাম্পিয়ন ভারোত্তোলক সতীশ শিবালিঙ্গম (Sathish Sivalingam)। 

কমনওয়েলথের জোড়া সোনা জয়ী সতীশ একটি ভিডিয়ো টুইট করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি খুদে মিষ্টি মেয়ে চানুর অলিম্পিক্সের ভারোত্তনের মুহূর্তটি অনুকরণ করছে টিভি স্ক্রিনে দেখে। সতীশ তাঁর ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, "জুনিয়র মীরাবাঈ চানু। একেই বলে অনুপ্রেরণা।"

আরও পড়ুন: Mirabai Chanu: দেশে ফিরেই চানু মজলেন প্রিয় পিৎজায়

এই ভিডিয়ো সতীশ শেয়ার করার পরেই ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী চানু নিজে এই ভিডিয়ো তাঁর টুইটারে শেয়ার করে লিখেছেন, "ভীষণ মিষ্টি এটা। আমি ভালবেসে ফেলেছি।"। শুধু চানুই নন, 'জুনিয়র চানু'কে এখন নেটাগরিকরাই ভালবেসে ফেলেছেন! ২১ বছর পর ভারোত্তোলনে ফের ভারতের অলিম্পিক্স পদক এনে দেওয়া ইম্ফলের মেয়েকে নিয়েই এখনও মজে আছে সোশ্যাল মিডিয়া। ফলে খবরে থাকছেন চানুই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)