আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট-বুমরাহ
২০২ রান করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ দু নম্বর জায়গা ধরে রেখেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে একদিনের সিরিজে হারলেও আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন দুই ভারতীয় তারকা। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়েও এক নম্বর জায়গা ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৩১০ রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন কিং কোহলি। অজিদের বিরুদ্ধে সিরিজে ২০২ রান করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ দু নম্বর জায়গা ধরে রেখেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
আরও পড়ুন - IPL 2019: এবার প্রিমিয়ার লিগে ক্রিকেটার ছাড়বে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড?
অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পেসার জশপ্রীত বুমরাহ। ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন বুমরাহ। ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়া সিরিজ শেষে। ১১ ধাপ উঠে ওডিআই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে জায়গা করে নিয়েছেন কেদার।