Amitabh Bachchan: মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে 'বিগ বি'! রিয়াধের মাঠে চাঁদের হাট! ভিডিয়ো ভাইরাল

প্রায় তিন বছর পর ফের একবার সবুজ গালিচায় 'এলএম টেন' (LM 10) ও 'সিআর সেভেন'-এর (CR 7) সাক্ষাৎ হল। এমনকি এই ম্যাচের উত্তেজনা বাড়ানোর জন্য মাঠে নেমেছিলেন পিএসজি-র অন্য দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে।

Updated By: Jan 20, 2023, 04:57 PM IST
Amitabh Bachchan: মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে 'বিগ বি'! রিয়াধের মাঠে চাঁদের হাট! ভিডিয়ো ভাইরাল
মেসি ও রোনাল্ডোর সঙ্গে অমিতাভ বচ্চনের মিলিত হওয়ার সেই মুহূর্ত।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিয়াধের (Riyadh) কিং ফাহাদ স্টেডিয়ামে (King Fahd International Stadium) প্যারিস সঁ জরমঁ-এর (Paris Saint Germain)  ও সৌদি আরব অলস্টার একাদশ (Saudi All Star XI) ম্যাচের আগে এমন হাইভোল্টেজ পরিবেশ তৈরি হবে কে জানত! ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের সঙ্গে বিখ্যাত ব্যক্তিদের মিলিত হওয়ার রীতি অনেক পুরনো। আর সেখানেই ছিল চমক। মোবাইলের দিকে চোখ যেতেই দেখা গেল এক পরিচিতের মুখ। তিনি এক ও অদ্বিতীয় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বলিউডের (Bollywood) 'বিগ বি' (BIG B)। ভারতীয় সিনেমার (Indian Cinema) মহানায়ক, পিএসজি (PSG) ও সৌদি আরব অলস্টার একাদশের ফুটবলারদের সঙ্গে পরিচিত হলেন। একইসঙ্গে হাত মেলালেন ম্যাচ অফিসিয়াল ও বল বয়দের সঙ্গেও। সোশ্যাল মিডিয়াতে সেই মুহূর্ত ভাইরাল হয়ে যায়। 

অমিতাভ দুই দলের সব ফুটবলারদের সঙ্গে হাত মেলালেও, আসল মুহূর্ত তৈরি হল লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সামনে আসার পর। বিশ্ব ফুটবলের দুই মহাতারকার সঙ্গে হাত মেলানোর পরেই তৈরি হল এক অনন্য মুহূর্তের। শুধু হাত মেলানো নয়। দুই মহাতারকার সঙ্গে কয়েক সেকেন্ড কথাও বলতে দেখা গেল অমিতাভকে। সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল। 

আরও পড়ুন: Michael Clarke Controversy: প্রাক্তন বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্ক! বর্তমান বান্ধবীর কাছে চড়-থাপ্পড় খেলেন ক্লার্ক, ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: Anvay Dravid and Rahul Dravid: ভারতীয় ক্রিকেটে ফের দ্রাবিড় যুগ শুরু! বাইশ গজে রাহুল পুত্র

প্রায় তিন বছর পর ফের একবার সবুজ গালিচায় 'এলএম টেন' (LM 10) ও 'সিআর সেভেন'-এর (CR 7) সাক্ষাৎ হল। এমনকি এই ম্যাচের উত্তেজনা বাড়ানোর জন্য মাঠে নেমেছিলেন পিএসজি-র অন্য দুই তারকা নেইমার (Neymar) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের মধ্যে এই ম্যাচ নিয়ে উৎসাহ তুঙ্গে। সেই উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিলেন ৮০ বছরের অমিতাভ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.