Amitabh Bachchan: মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে 'বিগ বি'! রিয়াধের মাঠে চাঁদের হাট! ভিডিয়ো ভাইরাল
প্রায় তিন বছর পর ফের একবার সবুজ গালিচায় 'এলএম টেন' (LM 10) ও 'সিআর সেভেন'-এর (CR 7) সাক্ষাৎ হল। এমনকি এই ম্যাচের উত্তেজনা বাড়ানোর জন্য মাঠে নেমেছিলেন পিএসজি-র অন্য দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে।
|
Updated By: Jan 20, 2023, 04:57 PM IST
মেসি ও রোনাল্ডোর সঙ্গে অমিতাভ বচ্চনের মিলিত হওয়ার সেই মুহূর্ত।

