এবার ঘুরে দাঁড়াতেই হবে, বলছেন গম্ভীর

একের পর এক ম্যাচ হেরে কেকেআর-এর অবস্থা এখন কেকেহার। লিগ তালিকায় নাইটরা এখন সাত নম্বরে। আগামি তিন চারটে ম্যাচ পরপর জিততে না পারলে এখন থেকেই প্লে অফে ওঠার স্বপ্ন প্রায় মুছে যাবে। আর তাই কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্বীর বলছেন, `এবার আমাদের ঘুরে দাঁড়াতেই হবে`।

Updated By: Apr 21, 2013, 06:46 PM IST

একের পর এক ম্যাচ হেরে কেকেআর-এর অবস্থা এখন কেকেহার। লিগ তালিকায় নাইটরা এখন সাত নম্বরে। আগামি তিন চারটে ম্যাচ পরপর জিততে না পারলে এখন থেকেই প্লে অফে ওঠার স্বপ্ন প্রায় মুছে যাবে। আর তাই কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্বীর বলছেন, `এবার আমাদের ঘুরে দাঁড়াতেই হবে`।
নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ বুধবার, ২৪ এপ্রিল, ইডেন গার্ডেনে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে। সচিনদের বিরুদ্ধে এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া নাইটরা। সেই ম্যাচে আবার সচিন আবেগ এতই বেশি থাকবে যে চাপ কিছুটা থাকবে মুম্বই ইন্ডিয়ন্সের ওপর। সেটাকেই কাজে লাগাতে চান গম্ভীররা। যদিও দল হিসাবে খাতায় কলমে পিছিয়ে থেকেই শুরু করবেন গম্ভীররা।
ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে হারের জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করলেন নাইট রাইডার্সের কোচ ট্রেভর বেইলিস এবং অধিনায়ক  গৌতম গম্ভীর। দুজনেই মনে করেন ব্যাটসম্যানরা স্কুল ক্রিকেটারদের মত খেলেছেন। অধিনায়ক গম্ভীর বলেন ব্যাটসম্যানরা যেভাবে উইকেট ছুঁড়ে দিয়েছেন তা স্কুল ক্রিকেটেই দেখা যায়। বেইলিস বলেন প্রায় প্রতিটি ম্যাচে ব্যাটসম্যানরা একই ভুল করে চলেছেন। আর সে কারণে বোলিং ও ফিল্ডিং ভাল হওয়া সত্ত্বেও দলকে হারতে হচ্ছে।
 নাইট কোচ বলেন গতবছর টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান করে মিডল অর্ডারের চাপ কমিয়ে দিয়েছিলেন। কিন্তু এবছর ব্যাটিং লাইন আপের টপ অর্ডার এবং মিডল অর্ডার দুই-ই ব্যর্থ। কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরও বোলারদের পারফরম্যান্সে খুশি। তবে তিনি দলগত পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন। 

.