আইপিএলে এক নতুন রেকর্ড করলেন দীনেশ কার্তিক

আইপিএলে রেকর্ড করলেন দীনেশ কার্তিক। এখন তিনি ভারতীয় দলে নেই অনেকদিন ধরেই। আইপিএল শুরুর আগেও দীনেশ কার্তিক বলেছিলেন, দশম আইপিএলে ভালো খেলে তিনি ফের ভারতীয় দলে ঢুকতে চান। নিজেকে এখনও ভারতীয় দলের অঙ্গ ভাবেন তিনি। দেখেন, ফের দেশের জার্সিতে তিনি ম্যাচ খেলছেন এবং ভাল পারফর্ম করছেন।

Updated By: Apr 23, 2017, 06:34 PM IST
আইপিএলে এক নতুন রেকর্ড করলেন দীনেশ কার্তিক

ওয়েব ডেস্ক: আইপিএলে রেকর্ড করলেন দীনেশ কার্তিক। এখন তিনি ভারতীয় দলে নেই অনেকদিন ধরেই। আইপিএল শুরুর আগেও দীনেশ কার্তিক বলেছিলেন, দশম আইপিএলে ভালো খেলে তিনি ফের ভারতীয় দলে ঢুকতে চান। নিজেকে এখনও ভারতীয় দলের অঙ্গ ভাবেন তিনি। দেখেন, ফের দেশের জার্সিতে তিনি ম্যাচ খেলছেন এবং ভাল পারফর্ম করছেন।

আরও পড়ুন এছাড়া স্কোয়াডে থাকবেন ক্লার্কের কথা অনুযায়ী যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি

সেই অনুযায়ী এবারের আইপিএলে ভাল পারফর্মই করে চলেছেন দীনেশ কার্তিক। প্রতি ম্যাচেই প্রায় রান পাচ্ছেন। এই গুজরাট লায়ন্সের ব্যাটিংয় অর্ডারের অন্যতম সিংহ তিনিই। প্রমাণ করছেন। আজ তিনি কিংসের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের প্রথম উইকেটকিপার হিসেবে ১০০ শিকারের মালিক হলেন। না, তাঁর আগে আইপিএলে খেলা কোনও উইকেটকিপারই ১০০ শিকারের মালিক হননি। অভিনন্দনযোগ্য কাজই করলেন দীনেশ।

আরও পড়ুন  এভাবে ফিনিশ করে যাওয়া সম্ভব কীভাবে? উত্তর দিলেন ধোনি

.