উইম্বলডনের শেষ চারে ওঠার লড়াইয়ে ফেভারিট সেই 'বিগ ফোর'ই

আজ উইম্বলডনে পুরুষ সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। টেনিস কোর্টের অন্যতম সেরা তারকা রজার ফেডেরার বিরুদ্ধে খেলতে নামবেন গাইলস সিমন। দ্বিতীয় খেলায় উইম্বলডনের অন্যতম দাবিদার অ্যান্ডি মারের মুখোমুখি হবেন ভি পসপিসিল। ২০১৫ উইম্বলডনে, যার ওপর গোটা বিশ্বের নজর সেই নোভাক জকোভিচ খেলবেন মারিন চিলিচের বিরুদ্ধে। শেষ কোয়ার্টার ফাইনালে টেনিস তারকা স্ট্যানলাস ওয়ারিঙ্কার মুখোমুখি হবেন রিচার্ড গ্যাসকে। কোয়ার্টার ফাইনালে জয়ী ৪ জন খেলোয়াড় সেমি ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন। 

Updated By: Jul 8, 2015, 05:19 PM IST
উইম্বলডনের শেষ চারে ওঠার লড়াইয়ে ফেভারিট সেই 'বিগ ফোর'ই

ওয়েব ডেস্ক: আজ উইম্বলডনে পুরুষ সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। টেনিস কোর্টের অন্যতম সেরা তারকা রজার ফেডেরার বিরুদ্ধে খেলতে নামবেন গাইলস সিমন। দ্বিতীয় খেলায় উইম্বলডনের অন্যতম দাবিদার অ্যান্ডি মারের মুখোমুখি হবেন ভি পসপিসিল। ২০১৫ উইম্বলডনে, যার ওপর গোটা বিশ্বের নজর সেই নোভাক জকোভিচ খেলবেন মারিন চিলিচের বিরুদ্ধে। শেষ কোয়ার্টার ফাইনালে টেনিস তারকা স্ট্যানলাস ওয়ারিঙ্কার মুখোমুখি হবেন রিচার্ড গ্যাসকে। কোয়ার্টার ফাইনালে জয়ী ৪ জন খেলোয়াড় সেমি ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন। 

অন্য দিকে মহিলা বিভাগের সেমিফাইনালে মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস বনাম মারিয়া শারাপোভা। ২০১৫ উইম্বলডনে এই ম্যাচের দিকে নজর রয়েছে সবার। অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন রোদনাস্কা ও মুগুরুজা।

.