সেমিতে সেরেনা বনাম শারাপোভা, ঘাম ঝরিয়ে জয় জকোভিচের, শেষ আটে লিয়েন্ডার-হিঙ্গিস

উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস বড় অঘটন থেকে বেঁচে গেল। দুই সেট পিছিয়ে থেকেও কোনওমতে হার বাঁচিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। গতকাল, সোমবার দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে জোকারের ম্যাচে চারটে সেট খেলা হয়েছিল। ফল ছিল জকোভিচের পক্ষে ৬-৭, ৬-৭ , ৬-১, ৬-৪। খারাপ আলোর জন্য গতকাল খেলা বন্ধ হওয়ার পর আজ নির্ণায়ক পঞ্চম সেটের খেলা হয়। বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ অবধি ৭-৫ সেট ছিনিয়ে নিয়ে শেষ আটে উঠলেন জকোভিচ।

Updated By: Jul 7, 2015, 11:29 PM IST
সেমিতে সেরেনা বনাম শারাপোভা, ঘাম ঝরিয়ে জয় জকোভিচের, শেষ আটে লিয়েন্ডার-হিঙ্গিস

ওয়েব ডেস্ক: উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে ড্রিম ফাইট। দর্শকদের সবচেয়ে হট ফেভারিট লড়াই সেরেনা বনাম শারাপোভা দেখা যাবে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে সেরেনা জিতলেন ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে। প্রথম সেটে হারের পর দারুণভাবে ফিরে এসে সেরেনা জিতলেন ৩-৬, ৬-২,৬-৩। অন্যদিকে, শারাপোভা ৬-৩, ৬-৭,৬-২ হারালেন আমেরিকার ভেন্ডেউইগেকে।

পুরুষদের সিঙ্গলস বড় অঘটন থেকে বেঁচে গেল। দুই সেট পিছিয়ে থেকেও কোনওমতে হার বাঁচিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। গতকাল, সোমবার দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে জোকারের ম্যাচে চারটে সেট খেলা হয়েছিল। ফল ছিল জকোভিচের পক্ষে ৬-৭, ৬-৭ , ৬-১, ৬-৪। খারাপ আলোর জন্য গতকাল খেলা বন্ধ হওয়ার পর আজ নির্ণায়ক পঞ্চম সেটের খেলা হয়। বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ অবধি ৭-৫ সেট ছিনিয়ে নিয়ে শেষ আটে উঠলেন জকোভিচ।

অন্যদিকে, মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ-মার্টিনা হিঙ্গিস।

.