পরামর্শ না পসন্দ! ব্যাটিং কোচের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান, এখনও আতঙ্ক তাড়া করে ফ্লাওয়ারকে

পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে প্রায় পাঁচ বছর কাজ করেছেন গ্রান্ট ফ্লাওয়ার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 3, 2020, 01:47 PM IST
পরামর্শ না পসন্দ! ব্যাটিং কোচের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান, এখনও আতঙ্ক তাড়া করে ফ্লাওয়ারকে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: কোচিং কেরিয়ারে অনেককে সামলেছেন। কিন্তু পাকিস্তানের ইউনিস খানকে সামলানো বেশ কঠিন ব্যাপার। পরামর্শ পছন্দ না হওয়ায় গ্রান্ট ফাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। সেই আতঙ্ক নাকি এখনও তাড়া করে বেড়ায় জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারটিকে।

 

পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে প্রায় পাঁচ বছর কাজ করেছেন গ্রান্ট ফ্লাওয়ার। অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। সেখানেই গ্রান্টকে অ্যান্ডির প্রশ্ন, কাকে সামলাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গ্রান্ট? উত্তরে গ্রান্ট ফ্লাওয়ার বলেন, "কোচিং কেরিয়ারে ওর মতো ক্রিকেটার আর একটাও দেখিনি! ইউনিসকে সামলানো বেশ কঠিন ব্যাপার। ব্রিসবেন টেস্টে ব্রেকফাস্ট টেবিলে ওকে ব্যাটিং টিপস দিতে গিয়েছিলাম। কিছু শোনার তো দূরের কথা উল্টে ইউনিস আমার গলায় একটা ছুরি চেপে ধরেছিল।" সেই সময় কোচ মিকি আর্থার অবশ্য গোটা পরিস্থিতি সামাল দেন। তবে সেই ঘটনা মনে পড়লে এখনও আতঙ্ক তাড়া করে বলে জানান গ্রান্ট ফ্লাওয়ার।

 

আরও পড়ুন- নতুন চুক্তি নয়; বার্সেলোনা ছাড়ছেন মেসি! বিশ্বফুটবলে হইচই

.