Panskura: ১০ মাসের শিশুকে তুলে আছাড়! CCTV ফুটেজে ধরা পড়ল পরিচারিকার ভয়ঙ্কর 'কীর্তি'
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ১০ মাসের শিশুকে তুলে আছাড়! ঘুম পাড়ানোর নামে বেধড়ক মারধর! বাড়ির সিসিটিভি ক্য়ামেরায় ধরা পড়ল হাড়হিম করা দৃশ্য। থানায় অভিযোগ দায়ের বাবা-মায়ের। পরিচারিকাকে গ্রেফতার করল পুলিস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।
ঘটনাটি ঠিক কী? মা রাজ্যের সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগে কর্মরত। বাবা বাঁকুড়া মেডিক্যাল কলেজের চিকিৎসক। পাঁশকুড়ার মেচোগ্রামে একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন ওই দম্পতি। ১০ মাসের শিশুকন্যাকে পরিচারিকার কাছে রেখে কাজে বেরিয়ে যেতেন দু'জনে। কিন্তু ইদানিং শিশুটির আচরণে পরিবর্তন দেখে সন্দেহ হয় তাঁদের। এমনকী, যখন বাড়ি ফিরতেন, তখন বাবা-মায়ের কাছেও আসতে চাইত না সে। শেষপর্যন্ত পরিচারিকার অলক্ষ্যে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়।
আরও পড়ুন: Ghatal Flood: প্লাবিত ঘাটাল, যন্ত্রণায় কাতর প্রসূতিকে হাসপাতালে পৌঁছল পুলিস
বৃহস্পতিবার বাঁকুড়ায় বসে মেয়ে দেখার জন্য মোবাইলে বাড়ির সিসিটিভি ক্যামেরাটি চালু করেন শিশুটির বাবা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একরত্তি শিশুটিকে তুলে আছাড় মারছে পরিচারিকা। কখনও শিশুটির পা ধরে বিছানার উপর আছড়ে ফেলে দিচ্ছে, তো কখনও আবার পিঠে কিল মারছে। স্ত্রীকে ঘটনায় জানান তিনি। এদিন পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতি। অভিযুক্ত পরিচারিকাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। জেরায় সে অপরাধ স্বীকারও করেছে বলে জানা গিয়েছে। পরিচারিকার 'কীর্তি'তে হতবাক শিশুটির বাবা-মা। তাঁর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তাঁরা।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)