২৪ ঘণ্টার খবরের জের, মালদহের তরুণীর সাইবার হেনস্থার অভিযুক্ত জতীন্দ্র জানা গ্রেফতার
ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার খবরের জের। মালদহের তরুণীর সাইবার হেনস্থার খবর প্রথম সম্প্রচার করে ২৪ ঘণ্টাই। আর খবর দেখেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। উচ্চমহল থেকে নির্দেশ পেয়ে তড়িঘিড় তদন্ত শুরু করে পুখুরিয়া থানার পুলিস। স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করে আসরে নামে CID-ও । হেনস্থার শিকার কিশোরীর পরিবারের সঙ্গেও যোগযোগ করে CID। দোষীকে শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দেন পুলিস সুপার অর্ণব ঘোষ। আর এরপরেই মিলল সাফল্য । মালদহের চাঁচোল থেকেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত জতীন্দ্র জানা। রাতেই সদলবলে হানা দিয়ে জতীন্দ্রকে গ্রেফতার করেন আইসি চাঁচোল।
আরও পড়ুন শহর-জেলার বাজারে খুচরো আতঙ্ক জেরবার ক্রেতা-বিক্রেতা
উদ্ধার করা হয়েছে হেনস্থার ঘটনায় ব্যবহার করা মোবাইল ফোনটিও। ভোরে জীতেন্দ্রকে আনা হয়েছে পুখুরিয়া থানায়। কাল আমরাই দেখিয়েছিলাম কীভাবে ক্লাস টুয়েলভের ছাত্রীর নকল ফেসবুক প্রোফাইল তৈরি করে তাঁকে উত্ত্যক্ত করা হচ্ছে। পোস্ট করা হচ্ছে অশ্লীল ছবি। শুধু তাই নয়, ফোন করে কুরুচিকর প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ছাত্রীর পরিবারের অভিযোগ ছিল থানায় জানানো হলেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। ফলে একমাস ধরে অজানা আতঙ্কে ভুগছে গোটা পরিবার।
আরও পড়ুন ছাত্রীর ছবি দিয়ে নকল প্রোফাইল তৈরি করে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ