বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে ৩৮ লাখ টাকা প্রতারণা, কেতুগ্রাম থেকে ধৃত ৩

১৪ জন যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ৩৮ লাখ টাকা আত্মসাৎ করেছিল ওই তিনজন।

Updated By: Aug 23, 2019, 04:58 PM IST
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে ৩৮ লাখ টাকা প্রতারণা, কেতুগ্রাম থেকে ধৃত ৩

নিজস্ব প্রতিবেদন : চাকরি দেওয়ার নামে কয়েক লাখ টাকার প্রতারণার অভিযোগে যুবক-যুবতী সহ গ্রেফতার করা হল তিনজনকে। আজ সকালে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার রাজুর গ্রাম থেকে প্রতারণায় অভিযুক্ত সায়ন্তন মুখোপাধ্যায়, পল্লবী রায়চৌধুরী ও আরিফুল শেখকে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিস।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে সায়ন্তন মুখোপাধ্যায়ের বাড়ি হাওড়ার শিবপুরে ও পল্লবী রায়চৌধুরীর বাড়ি রাজারহাটে। আরিফুল শেখ রাজুর গ্রামেরই বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদের বড়ঞা থানার একপাহাড়িয়া গ্রামের বাসিন্দা আসরাফ মল্লিক। এয়ারপোর্টে চাকরি দেওয়ার নামে ধৃতরা তাঁর কাছ থেকে ২ লাখ ১৮ হাজার টাকা নিয়েছে বলে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক।

আরও পড়ুন, মিড-ডে মিলে এবার ডিমের সঙ্গে মাছ-চাটনি-পোস্তও, মেনু নির্দিষ্ট করে দিল রাজ্য সরকার

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। জানা যায়,কেতুগ্রামের মজলিসপুর, খাঁজি, রাজুর গ্রাম সহ মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় ১৪ জন যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ৩৮ লাখ টাকা আত্মসাৎ করেছিল ওই তিনজন। নিজেদের এয়ারপোর্টের আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন সায়ন্তন ও পল্লবী। পরিচয় ভাঁড়িয়েই চলত প্রতারণা।

ধৃতদের আজ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে কেতুগ্রাম থানার পুলিস। বিচারক ধৃতদের ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।

.