পুরুলিয়ায় আগুনে ঝলসে মৃত্যু হল একই পরিবারের ৪ শিশু-সহ ৭ জনের

তবে কীভাবে তাবুতে আগুন লাগল, তা এখনও পরিস্কার নয়। তা খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিকভাবে দমকলকর্মীরা মনে করছেন, তাবুতে থাকা কেরোসিন তেলের হ্যারিকেন থেকেই আগুন লেগেছে।

Updated By: Feb 22, 2019, 09:09 AM IST
পুরুলিয়ায় আগুনে ঝলসে মৃত্যু হল একই পরিবারের ৪ শিশু-সহ ৭ জনের

নিজস্ব প্রতিবেদন:  পুরুলিয়ায়  মর্মান্তিক অগ্নিকাণ্ড।  পাড়া এলাকায় ঝুপড়িতে  আগুনে মৃত্যু হল একই পরিবারের সাত জনের। মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে।  কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখেছে পুলিশ।

 জানা গিয়েছে, মৃতরা মূল গুড় ব্যবসায়ী। খেজুর গাছের রস থেকে গুড় বানান তাঁরা। পুরুলিয়ার কাশীপুর এলাকার বাসিন্দা হলেও কাজের কারণেই পাড়া এলাকায়  তালপাতার ঘর বানিয়ে থাকছিলেন তাঁরা। গাছ থেকে খেজুর রস নামিয়ে জাল দিতেন তাঁরা।

আরও পড়ুন: একাধিক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে কলকাতা পুলিশ

বৃহস্পতিবার মধ্যরাতে ওই ঝুপড়িতে আগুন লাগে।  ঘর থেকে বেরোতে পারেননি কেউই।  সাত জনেরই মৃত্যু হয়।  ঝুপড়ির ভিতরেই ঝলসে যান তাঁরা। এলাকা ফাঁকা হওয়ায় আর্তনাদ স্থানীয়দের কানে প্রথমেই পৌঁছয়নি। যতক্ষণ স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে যান, ততক্ষণে প্রায়  সব শেষ।

আরও পড়ুন: RRB NTPC recruitment notification 2019: রেলের ১,৩০,০০০ শূন্য আসনের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি

স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছাই হয়ে যাওয়া ঝুপড়ির ভিতর থেকে তাঁদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে নিয়ে যান তাঁরা।  কিন্তু  চিকিত্সকরা ওই সাত জনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য।

তবে কীভাবে তাবুতে আগুন লাগল, তা এখনও পরিস্কার নয়। তা খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিকভাবে দমকলকর্মীরা মনে করছেন, ঝুপড়িতে থাকা কেরোসিন তেলের হ্যারিকেন থেকেই আগুন লেগেছে।

 

.