৪১ নম্বর জাতীয় সড়কে ধান ব্যবসায়ীদের গাড়ি আটকে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী

গভীর রাতে ৪১ নম্বর জাতীয় সড়কে ধান ব্যবসায়ীদের গাড়ি আটকে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী । প্রায় ৪২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হয়েছেন দুই ধান ব্যবসায়ী । পূর্ব মেদিনীপুরের তমলুক থানার গৌরাঙ্গপুরের ঘটনা। উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন চার ব্যবসায়ী । রাস্তায় ধারাল অস্ত্র ও রিভলভার দেখিয়ে থামানো হয় তাঁদের গাড়ি । ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস ।

Updated By: Jul 4, 2017, 12:01 PM IST
৪১ নম্বর জাতীয় সড়কে ধান ব্যবসায়ীদের গাড়ি আটকে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী

ওয়েব ডেস্ক: গভীর রাতে ৪১ নম্বর জাতীয় সড়কে ধান ব্যবসায়ীদের গাড়ি আটকে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী । প্রায় ৪২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হয়েছেন দুই ধান ব্যবসায়ী । পূর্ব মেদিনীপুরের তমলুক থানার গৌরাঙ্গপুরের ঘটনা। উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন চার ব্যবসায়ী । রাস্তায় ধারাল অস্ত্র ও রিভলভার দেখিয়ে থামানো হয় তাঁদের গাড়ি । ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস ।

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর বীরভূম বালি মাফিয়ারাজ বন্ধে উদ্যোগী হল জেলা প্রশাসন

.