এলআইসির ডিও উত্তম মহান্তর অস্বাভাবিক মৃত্যু ঘটনার সঙ্গে মনুয়ার কাণ্ডের মিল পাচ্ছে পুলিস

জলপাইগুড়ির কদমতলায় এলআইসির ডিও উত্তম মহান্তর অস্বাভাবিক মৃত্যু ঘটনার সঙ্গে মনুয়ার কাণ্ডের মিল খুঁজে পাচ্ছে পুলিস । পুলিসের দাবি উত্তম মহান্তকে খুন করা হয়েছে। অভিযোগ, উত্তম মহান্তর স্ত্রী লিপিকা মহান্তর প্ররোচনাতেই অনির্বাণ রায় নামে এক ব্যক্তি উত্তমকে বিষ খাইয়ে খুন করেছে। অভিযোগে ধৃত লিপিকা মহান্তকে দশ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । গ্রেফতার করা হয়েছে এক আয়ুর্বেদিক চিকিত্‍সককেও। ধৃত চিকিত্‍সক ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন। মূল অভিযুক্ত অনির্বান রায় ঘটনার পর থেকেই পলাতক।

Updated By: Jul 4, 2017, 10:41 AM IST
এলআইসির ডিও উত্তম মহান্তর অস্বাভাবিক মৃত্যু ঘটনার সঙ্গে মনুয়ার কাণ্ডের মিল পাচ্ছে পুলিস

ওয়েব ডেস্ক: জলপাইগুড়ির কদমতলায় এলআইসির ডিও উত্তম মহান্তর অস্বাভাবিক মৃত্যু ঘটনার সঙ্গে মনুয়ার কাণ্ডের মিল খুঁজে পাচ্ছে পুলিস । পুলিসের দাবি উত্তম মহান্তকে খুন করা হয়েছে। অভিযোগ, উত্তম মহান্তর স্ত্রী লিপিকা মহান্তর প্ররোচনাতেই অনির্বাণ রায় নামে এক ব্যক্তি উত্তমকে বিষ খাইয়ে খুন করেছে। অভিযোগে ধৃত লিপিকা মহান্তকে দশ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । গ্রেফতার করা হয়েছে এক আয়ুর্বেদিক চিকিত্‍সককেও। ধৃত চিকিত্‍সক ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন। মূল অভিযুক্ত অনির্বান রায় ঘটনার পর থেকেই পলাতক।

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর বীরভূম বালি মাফিয়ারাজ বন্ধে উদ্যোগী হল জেলা প্রশাসন

.